প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন, আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আপনারা অলরেডি জানেন যে আমি ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন নিয়ে কথা বলবো। কথা দিলাম, আমি অন্যান্যদের মতো ভুলভাল কিছু কথা লিখে আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা মন দিয়ে ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এই পোষ্ট টি পড়লে, বিশ্বাস রাখতে পারেন যে আপনাদের মাথা দিয়ে অনেক বড় একটি ঝামেলা দূর হয়ে যাবে ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন সম্পর্ক্যে।
প্রতি বছরের নেয় এবারো ইতালি পুরো পৃথিবী থেকে শ্রমিক নিচ্ছে তাদের দেশে। আর এটার প্রসেস ২০২৪ সালের মার্চ মাসে শুরু করেছে। সবগুলো ভিসার প্রসেস তো আর একি দিনে শুরো হয়নি। ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ( স্থায়ী ) শুরু হয় ১৮ মার্চ থেকে। তো চলুন কোথা না বারিয়ে মূল কথা বলি।
বিঃদ্রঃ ইতালির নুলস্তা ভালো ভাবে চেক না করে কোন দালালের হাতে অগ্রিম ভিসার টাকা দিবে না। নুলস্তা কি এটা একটু পরেই বুঝবেন, কিন্তু এটা আগে জেনে রাখা খুবি জরুরি।
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন
অনেকে মনে করে যে আমি প্রথমে অনলাইনে একটা আবেদন করবো, তারপরে একটা আপ্যোনমেন্ট বুক করবো ভিসা এম্বাসিতে। তারপরে এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিলেই তো হয়ে যাবে। ভাই আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুলের ঘোরে আছেন। এতো সহজ পদ্ধতি হলে তো আপনারা আর আমার পোস্ট পরতে আসতেন না। আপনাকে কি কি করতে হবে তা আমি নিচে সুন্দর করে বর্ননা করে দিচ্ছি।
উপরে যা বললাম তা তো করবেন কিন্তু এসব করার আগে আসল কাজটি আপনাকে আগে করে রাখতে হবে। আর ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এর প্রথম কাজটি হলো নুলস্তা রেডি করা। এখন এই নুলস্তা রেডি করবেন কিভাবে তা নিয়ে মাথা ব্যাথ্যা শুরু হয়েছে তো। থাক চিন্তা করেন না আমি বুঝিয়ে দিচ্ছি।
ইতালি স্পন্সর ভিসা নুলস্তা কিভাবে পাবেন
আসলে এই নুলস্তা এর অর্থ হলো ওয়ার্ক পারমিট পাওয়া। এই ওয়ার্ক পারমিট পাওয়ার বিষয় টি অনেকের জন্য একটু কঠিন আবার অনেকের জন্য অনেক সহজ।
এখন বলি কাদের জন্য সহজ, যাদের কোন আত্তীয় অলরেডি ইতালিতে অনেক বছর ধরে আছেন, তাদের জন্য ইতালি স্পন্সর ভিসা নুলস্তা পাওয়া সহজ হয়ে যাবে। এর কারণ হলো, নুলস্তা পেতে হলে আপনাকে ইতালিতে কোন কোম্পানিতে চাকরি নিতে হবে বা চাকরি করার অফার পেতে হবে। এটা না হলে আপনি অন্যান্য কোন কাজ করেই লাভ নেই আপনি ভিসা পাবেন না। এখন কারো আত্তীয় থাকলে দেখা যায় তার আত্তীয় যে কোম্পানিতে চাকরি করে সেখানে যদি শ্রমিক বা লোক নেয় তাহলে সে আপনার জন্য রিকোয়েস্ট করে একটা ওয়ার্ক পারমিট এর ব্যাবস্থা করে দিতে পারবে। অথবা যেকোন কোম্পানির সাথে যোগাযোগ করে সহজেই একটা চাকরির বেবস্থা হয়ে যাবে।
এখন বলি কাদের জন্য একটু কঠিন, যাদের কোন প্রকার লোক আগে থেকে ইতালিতে নেই তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। এখন তো আরো চিন্তা বেড়ে গেছে তাই না। চিন্তার কোন কারণ নেই, আপনারা যা করবেন তা হলো বাংলাদেশ থেকে ভালো একটি আজেন্সির সাথে কথা বলবেন। অনারা এই বিষয়ে আপনাকে অনেক সাহায্য করতে পারবে। কারণ ওনাদের কেউ না কেউ একজন, দুইজন ইতালিতে থাকেই। তাদের সাথে কোথা বলে কিছু টাকা ধরায়ে দিলে আপনাকে একটা নুলস্তা এর ব্যবস্থা করে দিবে।
আশা করি আপনারা ভালো ভাবে বুঝছেন ইতালি স্পন্সর ভিসা ২০২৪ এর প্রথম ধাপটি কিভাবে করবেন। আরো একটি কোথা বলে রাখি ইতালি স্পন্সর ভিসা ২০২৪ এর কোন কাজই অনলাইনে করার চিন্তা কইরেন না। একদম জায়গা মতো যেয়ে করে আসবেন। আমি নিচে ঠিকানা দিয়ে দিবো।
ইতালির নুলস্তা কিভাবে চেক করে
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ এ আপনি বাংলাদেশে বসেই ইতালির নুলস্তা চেক করতে পারবেন। অনেক এজেন্সি আছের তারা ফেক নুলস্তা দিয়ে ভিসার টাকা হাতিয়ে নেয়, তার জন্যই আমি উপরে একটি সতর্কি বার্তা দিয়ে দিয়েছি। এখানে কিছু লোকের চেক করার খুব সহজ উপায় আছে, যাদের আত্তীয় ইতালি আগে থেকেই থাকে তারাই চেক করে বলতে পারবে। আসলেই এই নুলস্তা টি সঠিক কিনা।
এক্ষেত্রে তাদের একটা ২ পৃষ্ঠার বা তার বেশিও হতে পারে একটি লুলস্তা ডকুমেন্ট থাকবে। এই ডকুমেন্ট এর প্রথম পেজের মাঝ বরাবর বা তার একটু নিচে দেখবেন নুলস্তা নাম্বার দেওয়া আছে। এই নাম্বার আপনার আত্তীয়কে দিয়ে চেক করতে বললেই ওনারা চেক করে দিতে পারবেন। কারণ তারা এই নিয়ম জানেন।
আর যাদের কোন আত্তীয় নেই ইতালিতে, তাদের করনীয় হচ্ছে বাংলাদেশের যে ইতালি এম্বাসি রয়েছে বা যারা ইতালির এম্বাসির হয়ে কাজ করে তাদের কাছে যেতে। যদিও বাংলাদেশে ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এ একটাই এম্বাসি আছে যারা ইতালির হয়ে কাজ করে তারা হলো VSGlobal। এর ঠিকানা নিচে দিয়ে দিবো। এখানে এসে আপনি কর্মকর্তা বার কর্মচারীদের সাথে যোগাযোগ করে যেনে নিবেন আপনারা নুলস্তা আসল কিনা। এতে আপনার প্রায় ২০-৩০ দিনের মতো সময় লাগবে। সময় লাগলেও এটা অবশ্যই চেক করে নিবেন।
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফর্ম
এতোক্ষন তো প্রথম ধাপ নিয়ে কথা বললাম এখন কথা বলবো সেকেন্ড ধাপ ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফর্ম নিয়ে। উপরের কাজগুলো করার পর আপনি ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফর্ম পূরণ করলে সবথেকে ভালো হবে। তা না হলে আপনি ঝামেলায় পরতে পারেন। আমি নিচে একটি পূরণ করা ফর্ম এর প্রথম অংশ দিয়েছি ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফর্ম এর।
এখন তো আরো ফর্ম আছে ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফর্ম এর তাহলে তা কোথায়। চিন্তা করিয়েন না আমি একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে সব গুলো ফটো আছে। মাথা ঠান্ডা করে ভালো ভাবে দেখে নিয়েন। পিডিএফ লিঙ্কঃ ( https://drive.google.com/drive/folders/1R8lMOwvHj-NhnT-43r9mCGmZ7-07IxhP?usp=sharing )
এখন আমরা তো দেখলাম আমাদের ইতালি যাওয়ার ২ টি ধাপ এখন এর পরে আবার কি। হ্যা! এর পরেও অনেক কাজ বাকি এখন আপনাকে আগে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে VfsGlobal এর কাছ থেকে। চলুন এবার দেখে নেই তৃতীয় ধাপটি কি বা কি করবো ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এর তৃতীয় ধাপে।
আরও পড়ূনঃ ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম।
ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন
ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন মোটামুটি ভালোই সমস্যা শুরু হয়েছে, এর মূল করণ হলো অনেকেই না বুঝে অ্যাপয়েন্টমেন্ট বুক করা শুরু করেছে। তাই আপনি অবশ্যই উপরের সবগুলো ডকুমেন্ট রেডি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তো চলুন দেখে নেই ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন।
সবার আগে আপনাকে VsGlobal এর এই লিঙ্কে https://visa.vfsglobal.com/bgd/bn/ita/register এ ক্লিক করে একাউন্ট বানাতে হবে। একাউন্ট বানানোর সময় আপনার একটি সচল ইমেইল এবং ফোন নাম্বার দিতে হবে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ৮-১৫ ক্যারেক্টার এর মধ্যে রাখতে হবে। তো ধরে নিলাম একাউন্ট বানানো শেষ, এর পরের কাজ দেখি।
এর পরে আপনার সামনে ছবি এর মতো একটা ওপশন আসবে। এখন স্টারট নিউ বুকিং এ ক্লিক করলে আপনাকে আরেকটি পেইজ এ নিয়ে যাবে। পেইজ টি কিভাবে ফিলআপ করবেন তা দেখিয়ে দিচ্ছি।
আগের কাজ ঠিক ভাবে করলে এরকম একটা ফরম ওপেন হবে। ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন তার ২ তয় ফর্ম টি তো পূরণ করা দেখিয়ে দিলাম, কিন্তু ছবির মতো আপনাদেরো যদি সমস্যা আসে তাহলে তো এর সবাধান ছবি এ বলে দিয়েছি। এখানেও বলছি এরকম সমস্যা দিলে সরাসরি VfsGlobal এর ওফিসে চলে যাবেন একটু কষ্ট করে। তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর যদি এরকম সমস্যা না দেয় তাহলে এর পরের ফরম গুলো খুব সহজেই পূরণ করতে পারবেন।
ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কি করবেন
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এর ৪র্থ ধাপে এসে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তখনা আপনার মাথায় চিন্তা আসবে এখন কি করবো। সমস্যা নেই আমি তো আছি আমি বলে দিচ্ছি কি করবেন।
ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কি করবেনঃ
আপনাকে এখন সব ডকুমেন্ট গুলো রেডি করতে হবে। বেশি ডকুমেন্ট দরকার নেই অল্প কিছু ডকুমেন্ট একদিনেই সবগুছিয়ে নিতে পারবেন।
১। অ্যাপয়েন্টমেন্ট এর লেটার টি প্রথমে রাখতে হবে।
২। তারপরে নুলস্তা বা ওয়ার্ক পারমিট এর কপি সাথে ছবিও দিতে হবে।
৩। আপনাকে যে কোম্পানি কাজ দিয়েছে সেই কোম্পানির মালিকের আইডি
৪। উপরে একটি বড় ফর্ম পূরণ করে দেখিয়েছি ওই ফর্ম টা দিতে হবে
৫। পাসপোর্ট এর দুটি স্কান কপি
৬। ১৫ কপি এর মতো ছবি সাথে রাখবে।
এখন কোথা হলো ভিসা কবে পাবেন। অনেকেই এখন চিন্তা করছেন যে এতো কিছু তো করলাম তা এখন ভিসা কবে পাবো। হ্যা! ভাই আপনি এবার ভিসা পাবেন। কিন্তু ভাইবেন না ভিসা পাওয়ার পরেই কাজ শেষ, এখোন ২ টি কাজ বাকি আছে। চলুন আগে জেনে নেই কবে ভিসা পাবেন।
ইতালি স্পন্সর ভিসা পেতে কত দিন সময় লাগে
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এর পর ভিসা পেতে কতদিন সময় লাগবে তা জানার অনেকেরি ইচ্ছা হচ্ছে এখন। চলুন জেনেই নি, বর্তমান যে পরিস্থিতি তাতে আপনার হাতে পাসপোর্ট বা ভিসা আসতে প্রায় ২৫-৩০ দিনের মতো সময় লাগবেই। ভাই কিছুই করার নাই, অনেক বেশি পরিমান আবেদন পরছে এখন।
এখন কথা হচ্ছে ভিসা তো পেলেন এবার বাকি দুটি কাজ টাও সেরে ফেলেন দ্রুত, কারণ এখন তো আর জামেলা নেই প্লেনের টিকিট কাটেন আর ইটালি চলে যান। চলুন দেখি এবার কি এই দুটি কাজ।
ইতালি ভিসা পাওয়ার পরে কি করবেন
ইতালির স্পন্সর ভিসা ২০২৪ আবেদন শেষ হওয়ার পর যখন ভিসা পেয়ে যাবেন, তখন আপনি দ্রুত খোজ নিবেন যে আপনার জেলার কোথায় সরকারি ভাবে বিদেশে যারা যাবে তাদের জন্য ট্রেনিং করাচ্ছে। খোজ নিয়ে লোকেশোন পেলে তারাতারি জয়েন হয়ে যান কোর্স এ। এই কোর্স প্রতিটি জেলাই করায়। কোর্স টি ভালো ভাবে শেষ করলে একটা সরকারি অনলাইন সার্টিফিকেট দিবে।
এই সার্টিফিকেট মূল বিষয় না, মূল কাজ হচ্ছে ফিঙ্গার দেওয়া। ফিঙ্গার দেওয়ার জন্য বেশি জামেলা করতে হবে না। আপনি যেখান থেকে কোর্স করেছেন তাদের সাথে কথা বলুন তারাই আপনার ফিঙ্গার দেওয়ার ব্যাবস্থা করে দিবে। এমনিতে আলোচনা না করলেও এটা নিয়ম। ওরা আপনার ফিঙ্গার নিয়ে নিবে।
ফিঙ্গার দেওয়া শেষ হলেই ধরতে পারেন আপনার এতো দিনের ঝামেলার অবসান হয়েছে। এখন বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে কয়েকদিন ভালো ভাবে সময় কাটিয়ে সুন্দর করে একটি প্লেনের টিকিট কেটে ইটালিতে চলে যান।
সর্বশেষ, আশা করি আপনারা সবাই পোষ্ট টি মনোজগ দিয়ে পড়েছেন। আমি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছি। এখন কোন ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এই সম্পর্কিত বা এর বাহিরেও কোন প্রকার প্রশ্ন থাকলে আবশ্যই একটা কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দিবো।
FAQ: ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন
Q1. ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন এর ফি কতো?
ans: আপনার মোট ভিসা ফি বাবদ ২০০০০ টাকার মতো লাগবে। এটা তো লিগ্যাল আর ইল্লিগ্যাল কতো লাগে তা তো আর বলতে পারবো না।
Q2. ইতালি স্পন্সর ভিসার সুবিধা কি?
ans: ইতালির স্পন্সর ভিসা সুবিধার কথা বললে বলা যায়, স্থায়ী স্পন্সর ভিসায় গেলে আপনি ১.৫ বছরের মধ্যেই গ্রীন কার্ড পেয়ে যাবেন। কিন্তু এই ভিসায় খরচ একটু বেশি হয়।
VfsGlobal লোকেশোন
আমাদের সম্পর্কে জানতে লিঙ্ক ফলো করুনঃ
https://ivacbdinfo.com/
https://ivacbdinfo.com/about-us/.
https://ivacbdinfo.com/contact-us/
https://ivacbdinfo.com/privacy-policy/
2 thoughts on “ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন।[complete info]”