২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমার মনে হয়েছে বাংলাদেশ থেকে তো প্রতিবছর অনেক বেশি পরিমান লোকই ভারতে যায় বিভিন্ন কারণে। যেমণঃ চিকিৎসা করাতে, ট্যুর দিতে। এখন যারা নতুন ভারতে যেতে চায়, তারা অনেকেই বুঝতে পারে না কিভাবে কি করবে। তাই আজকে আমি ভারতীয় ভিসা পাওয়ার প্রথম ধাপ, ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম নিয়ে কথা বলবো।

আসলে বলতে গেলে, ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম অনেকটাই সহজ। এটা এতো বেশি কঠিন কিছুই না, এই পোস্ট টি পরলে আপনি ঘরে বসেই প্রাথমিক কার্য কলাপ শেষ করতে পারবেন। আমার এই পোস্ট টি লিখতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে, তাই আপনারা কষ্ট করে একটু মনোযগ দিয়ে পোস্ট টি পড়ূন। তাহলে আপনাদের মনে ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম নিয়ে কোন প্রকার প্রশ্ন থাকবে না।

২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

সর্বপ্রথম আপনারা ভিসা আবেদন এর জন্য ভিসা আবেদন করার ওয়েব সাইট এ ঢুকবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। (https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration) এই ওয়েব সাইটে ঢুকলে আপনারা প্রাথমিক আবেদন ফর্ম পেয়ে যাবেন, এটা পূরণ করার নিয়ম আমি ছবির মাধ্যমে ভালো ভাবে দেখিয়ে দিচ্ছি। ভালো ভাবে ছবিটি অবজারভ করলেই আপনাদের কাছে সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে।

২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

আশা করি আপনারা ছবি টি দেখে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রথম ফরমটি পূরণ করবেন। প্রথম ফরম টি পূরণ করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার সামনে আরেকটি বড় ফরম ওপেন হবে। আর এই ফরমটি অবশ্যই খুব সাবধানে পূরণ করবেন। তো চলুন ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম এর সেকেন্ড ফরম টি পূরণ কিভাবে করবেন দেখে নি।

২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

ভালো ভাবে ছবিটি দেখুন, ছবিটির ভিতরেই ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম এর সেকেন্ড ফরম টি সম্পূর্ণ ভাবে কিভাবে পূরণ করবেন তা দেখানো হয়েছে। আশা করি আপনারা ভালো ভাবে বুঝতে পারবেন।

উপরের সব কাজ গুলো ঠিক ভাবে করে save and continue এ ক্লিক করলে আপনার সামনে নিচের ছবি এর মতো একটি ডকুমেন্ট আসবে।

২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

উপরের যে application id নামে একটি কোড দেওয়া আছে, যদিও আমার আইডি আমি হাইড করে রাখছি। ওই আইডি টা কপি করে রেখে দিবেন। হারিয়ে গেলে কিন্তু ঝামেলা। আর id কপি করার পরে প্রিন্টে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এই পিডিএফ টিও ভালো ভাবে রেখে দিবেন এটি অনেক ইমপোর্টেন্ট।

উপরের সব কাজ শেষ হয়ে গেলে এখন আপনাকে ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম অনুসারে ভিসা ফি প্রদান করতে হবে। টেনশোন নিয়েন না আমি সব দেখিয়ে দেবো। কিভাবে আপনারা ভারতীয় ভিসা ফি প্রদান করবেন।

ভারতী ভিসা ফি দিবেন কিভাবে

ভারতীয় ভিসা ফি প্রসেসিং ফি মূলত বেশি না মাত্র ৮০০ টাকা। আর এই ৮০০ টাকা পাঠানো টাও এতো বেশি ঝামেলার কিছু না। আসুন দেখে নেই কিভাবে আপনি এই ফি দিতে পারেন।

সর্বপ্রথমে আপনাকে নিচের দেওয়া আমাদের এই লিঙ্ক এ ক্লিক করতে হবেঃ (https://ivacbd.com/)। এখানে আসার পর একটু নিচের দিকে নামলেই বা স্ক্রোল ডাউন করলেই দেখবেন For Appointment & Visa Processing Fee নামে একটা ওপশন আছে। আমি স্ক্রিনশোট দিয়ে দেখিয়ে দিচ্ছি।

এখানে ক্লিক করলে আপনাকে অন্য একটি পেইজ এ নিয়ে যাবে। সেখানে কিছু জরুরি নটিশ থাকবে। নটিশ টি ভালো করে পরে নিবেন। পড়ার পরে দেখবেন ছোট করে উপরে একটি ক্রস বাটন আছে। কালার কম্বিনেশন এর কারনে ভালো ভাবে দেখা যায় না। কেটে দেওয়ার পরে আপনার সামনে একটি ফরম ওপেন হবে।

কিভাবে ভারতীয় ভিসা ফি প্রদান করার ফর্মটি পূরণ করবেন তা আগে থেকেই লেখা আছে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নিলে ভালো হবে। Read this.

আপনি লিঙ্কে দেওয়া ডকুমেন্ট টি দেখে নিলেই সব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এর পর আপনি নিজেই খুব সুন্দর ভাবে ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম অনুযায়ি আবেদন পত্র পূরণ করতে পারবেন এবং ভারতীয় ভিসা ফি ঠিক ভাবে প্রদান করতে পারবেন।

ভারতীয় ভিসা চেক করার নিয়ম

ভারতীয় ভিসা আবেদন করার পর অনেকেই তার ভিসা চেক করতে চান। আসলে ভিসা চেক করা অনেকটাই সহজ আপনি ঘরে বসেই ভিসা চেক করতে পারবেন। আমি সুন্দর করে লিখে দিচ্ছি ভারতীয় ভিসা চেক করার নিয়ম কি কি।

২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম,ভারতীয় ভিসা চেক করার নিয়ম.jpg

কি বুঝলেন ছবিটি দেখে একদম সহজ না ভারতীয় ভিসা চেক করার নিয়ম। আপনি একদম ঘরে বসেই আপনার ভারতীয় ভিসা চেক বা স্টাটাস চেক করতে পারবেন।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কোথায়

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র মূলত আপনার জেলার উপর নির্ভর করে। আপনার জেলার যে বিভাগের অন্তরভূক্ত, সেখানে যদি ভারতীয় ভিসা কেন্দ্র থাকে তাহলে আপনি আপনার বিভাগ থেকেই ফাইনাল আবেদন করতে পারবেন। আমি লিখে দিচ্ছি কোন কোন জেলার জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কোথায়

আপনি ( খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ) এই চারটি বিভাগের বাহিরে থাকেন তাহলে ভাই আপনাকে ঢাকা যমুনা ফিউচার পার্কে যেয়ে আবেদন করতে হবে। কিছুই করার নেই। আর যারা এই চারটি বিভাগের ভিতর থাকেন তারা একটু খোজ নিয়ে দেখবেন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রো কোথায় আছে।

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার

যেহেতু যারা উপরের দেওয়া চারটি বিভাগের বাহিরে থাকেন তাদের একটু কষ্ট হবে তাই আমি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার এর লোকেশন দিয়ে দিচ্ছে। যাতে করে তাদের কষ্ট টা একটু কম হয়। আর অন্যান্য জেলার ভাইয়েরা একটু কষ্ট করে জেনে নিন আপনারা কোথায় যাবেন।

সর্বশেষ, অনেক কোথাই তো বলে ফেললাম, ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেইখেন। আর যদি কোন প্রকারের ইনফোরমেশন এর দরকার হয়, তাহলে কষ্ট করে একটা কমেন্ট করে দিয়েন তাহলেই হবে। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দিবো।

আশা করি আপনাদের যা জানার দরকার ছিলো তা জানতে পেরেছেন। আমি আমার সাধ্য মতো বিস্তারিত ভাবে ২০২৪ সালে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম নিয়ে লেখার চেষ্টা করছি। এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের নামটি মনে রাখুন বা বুকমার্ক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।

Q1. ভারতীয় ভিসা পেতে কতদিন লাগে ২০২৪?

ans: ভারতীয় ভিসা পেতে সর্বনিম্ন ৩ ওয়ার্কিং ডে এর সময় লাগবেই। তাতে আপনি যেখান থেকে এপ্লিকেশন করেন না কেনো। কিন্তু কিছু কিছু স্পেশাল কেস এ এর থেকেও অনেক দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়।

Q2. ভারতীয় ভিসা আবেদনের ফটো সাইজ কতো?

ans: ১। ফরমেট — জেপিজি
২। সাইজ — ১০ কেবি – ৩০০ কেবি পর্যন্ত
৩। ছবি এর হাইট এবং ওয়াইডথ প্রায় সমান হতে হবে
৪। চোখ খোলা এবং ফুল চেহারা দেখা যেতে হবে
৫। বেকগ্রান্ড সাদা হতে হবে
৬। ৩/৮ ইঞ্চি অথবা ২৫মিমি টু ৩৫ মিমি।

আমাদের সম্পর্কে জানতে লিঙ্ক ফলো করুনঃ
https://ivacbdinfo.com/
https://ivacbdinfo.com/about-us/.
https://ivacbdinfo.com/contact-us/
https://ivacbdinfo.com/privacy-policy/

Leave a Comment