সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪

প্রিয় পাঠক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে কিভাবে ভিসা পাবেন। বর্তমানে সাইপ্রাস, প্রবাসিদের জন্য একটি সম্ভাবনাময় একটি রষ্ট্র। কিন্তু অনেকেই অনেক ধরণের ভূল করে বসে, ভিসা নেওয়ার ক্ষেত্রে। আর এই ভূল গুলোই একটি সময় আপনার জীবনে ভয়াবহ বিপদে ডেকে আনতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল তথ্যগুলো জানা যাক।

সাইপ্রাস ভিসা দুই ধরনের একটি হলো গ্রিক সাইপ্রাস ভিসা আর আরেকটি হলো তুর্কি সাইপ্রাস ভিসা। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি কোন ভিসা নিয়ে কথা বলবো। আমি এই আরটিকেলটিতে তুর্কি সাইপ্রাস ওয়ার্ক এপারমিট ভিসা ২০২৪ সালে কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Table of Contents

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ এর মূল আলোচনায় যাওয়ার আগে মানুষের কিছু প্রশ্নের উত্তর দেওয়াটি জরুরি। তো চলুন আগে তিনটি প্রশ্নের উত্তর যেনে নেই। প্রশ্ন তিনটি খুবি গূরত্বপূর্ন তাই একটু খেয়াল কইরেন। আর আপনাকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট নিতে কি কি করতে হবে তা একটু পরেই বিস্তারিত আলোচনা করে লিখে দিবো।

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে খোলা নাকি বন্ধ ?

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে খোলা আছে। শুধু ২০২৪ সালে নয় সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা কখনো বন্ধই হয় নাই। আপনাদের যারা বলছে যে ভিসা বন্ধ আছে তারা আপনাকে মিথ্যা বলছে।

সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাস যেয়ে কি ভালো টাকা বেন পাওয়া যায়। 

হ্যা সাইপ্রাস ওয়ার্ক পারমিট নিয়ে ঠিক মতো যেতে পারলে আপনি ভালো টাকা বেতন পাবেন। আর যদি অন্য কোন কিছু করতে চান তাহলে তো আর কিছুই বলার নাই। আপনার ভালো আপনি ভালো বুঝবেন।

ভিসা পেতে কত দিন সময় লাগে ?

ভিসা পেতে আপনাকে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। যদি বলি তাহলে ১ বছর আর তার আগে যদি নুলস্তা পেয়ে যান তাহলে তো আর সমস্যাই নেই। আপনি যত দ্রুত নুলস্তা পাবেন তত দ্রুতই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি কাগজপত্র দরকার

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি কাগজপত্র দরকার

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে বেশি একটা কাগজপত্রের দরকার নেই। আপনাকে মোটামুটি 10 টির মতো ডকুমেন্টস গুছাতে হবে। ডকুমেন্টস গুছানোর সময় খুব ভালো ভাবে খেয়াল রাখবেন কোন নামে বা ডকুমেন্টস এ কোন ঝামেলা না থাকে। আর যদি কোন সমস্যা থাকে তাহলে তা আগে থেকেই ঠিক করে রাখবেন। আমি এই 10 টি ডকুমেন্টস কে 3 টি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।

আপনার কি কি ডকুমেন্টস লাগবে তা জানার আগে আপনার অবশ্যই এটা জানা উচিত যে সাধারণত কি কি ধরনের ভূল হয়ে থাকে। 

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালের সাধরণ কিছু ভূল

আপনি কি জানেন! আগের সালে নিচের যত সব ডকুমেন্টস ছিলো আর বাবার যত ডকুমেন্টস ছিলো তার সবকিছুই মিল ছিলো খালি একটা কাগজের সাথে মিল ছিলো না। আর এই কারনেই প্রায় অনেক স্টুডেন্ট দের ভিসা দেওয়া হয়নি। তাই ভালো করে মাথায় রাখবেন নিচের বিষয় গুলোঃ

১। আপনার ডকুমেন্টস এ বাবার নামের সাথে আপনার বাবার ডকুমেন্টস এর নাম এক থাকতে হবে।
২। আপনার সার্টিফিকেট এর সাথে আপনার জন্মনিবন্ধন অথবা ভোটার কার্ডের নামের মিল থাকে।
৩। আপনার NID এর সাথে আপনার পাসপোর্টের মিল থাকতে হবে।
৪। আপনার ডকুমেন্টস থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হবে তার সঠক উত্তর দিতে হবে।

এই ধরনের ভূল যদি থেকে থাকে আপনার ডকুমেন্টস এ তাহলে এখনি ঠিক করে নিন। তা না হলে কিন্তু ভিসা পাবেন না। আর প্রথম বার কোন কারনে আমেরিকা স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে পেতে সমস্যা হলে ২০২৫ ছাড়া কিন্তু কোন উপায় নেই।

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Important Dcuments

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Important Dcuments

চাকরির অফারলেটারঃ আপনাকে প্রথমে সাইপ্রাসে কোন কোম্পানি বা যেকোন কিছুতে চাকরির নিতে হবে। চাকরি পেয়ে গেলে তারা আপনাকে একটি চাকরির অফার লেটার দিবে। আর এই অফারলেটার টি হলো আপনার আসল কাগজ। এটা ছাড়া আপনি কখনই ভিসা পাবেন না। 

বিদ্রঃ চাকরির পেতে হলে আপনার পরিচিত কেউ  সাইপ্রাসে থাকতে হবে অথবা আপনি কোন এজেন্সির মাধ্যমে একটি চাকরি পেতে পারেন। তারা আপনার হয়ে একট চাকরির ব্যাবস্তা করে দিবে সাইপ্রাসে। এখানেই অনেকেই বলে যে এতো সময় লাগে কিসের জন্য। ভাই ভালো চাকরি না পেলে আপনি ওখানে যেয়ে করবেন টা কি। এজেন্সি তো চায় আপনাকে ভালো একটি চাকরি দিয়ে বিদেশে পাঠাতে যাতে আপনি বেশি দিনের ভিসা পেতে পারেন আবার কোম্পানিও ভালো হয় এবং বেতন আর সুবিধাও বেশি পান। তাই কষ্ট করে একটু সবাই অপেক্ষা করবেন। 

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Persional Documents

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Persional Documents

Passport: আপনাকে অবশ্যই একটি ১০ বছর মেয়াদি পাসপোর্ট বানাতে হবে। আর আগে যদি বানানো থাকে তাহলে পাসপোর্ট এর মেয়াদ ১ বছর এর উপরে থাকতে হবে। খেয়াল রাখবেন পাসপোর্ট এবং ভোটার কার্ডের সাথে সম্পূর্ণ মিল  থাকে তা না হলে আপনি ভিসা পাবেন না।

NID: আপনার জাতীয় পরিচয় পত্রের অরিজিনাল কপির সাথে সাথে আপনাকে কিছু ফটোকপি করে তা বিসিএস ক্যাডার দিয়ে সত্যায়িত করে নিতে হবে। 

আপনার ছবিঃ আপনাকে ২০ কপির মতো পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি সত্যায়িত করে সাথে রাখতে হবে। এই ছবি সুন্দর করে একটি খামের ভিতর রাখতে হবে। 

পুলিশ ক্লিয়ারেন্সঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টফিকেটে  আপনি যে দেশের ভিতরে কোন প্রকারের ক্রাইমের সাথে যুক্ত না তার প্রমাণ দেওয়া থাকবে। এটি মাস্ট লাগবেই। আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে জেনে নিন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

ফ্যামিলি সার্টিফিকেটঃ ফ্যামিলি সার্টিফিকেট এ আপনার পরিবারের কয়জন সদস্য আছে এবং আপনি বিবাহিত না কি অবিবাহিত তার সনদ পত্র এবং আপনার পরিবারের সবার জাতীয় পরিচয় পত্র আর যাদের নেই তাদের জন্মনিবন্ধন দিতে হবে। 

দক্ষতা সার্টিফিকেটঃ আপনি কি কি কাজ পারেন তার একটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখন যদি কোন সার্টিফিকেট না থাকে তাহলে খোজ নিয়ে দেখবেন আপনার বিভাগীয় শহরে কোন কোন কাজের উপর ট্রেনিং দিয়ে ফ্রি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেখানে যেয়ে আপনার দক্ষতা দেখিয়ে একটি সার্টিফিকেট নিয়ে আসবেন। 

মেডিকেল সার্টিফিকেটঃ আপনি ভিসার আবেদন করার সময় আপনার মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তাই অভিজ্ঞতের পরামর্শ নিয়ে কিভাবে মেডিকেল করবেন তা জেনে নিয়ে মেডিকেল সার্টিফিকেট গুছিয়ে রাখবেন।

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Guardian documents

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ Guardian documents

এখানে অভিভাবক হতে পারে আপনার বাবা, অথবা আপনার বড় ভাই, আবার এলাকার বড় ভাইকে দিয়ে দিয়েন না। আপনা মা বা বড় বোন আপনার অভিভাবক হিসেবে গণ্য হবে। এছারা কাউকে অভিভাবক হিসেবে দিতে পারবেন না। তো চলুন জেনে নেই সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে অভিভাবক দের জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে।

অভিভাবকের পাসপোর্টঃ আপনার অভিভাবকের পাসপোর্ট এর কপি জমা দিতে হবে। এই ডকুমেন্টস চাওয়ার কারণ হলো আপনি যদি সাইপ্রাস এ যেয়ে অসুস্থ হয়ে পরেন এবং আপনাকে ইমারজেন্সি দেশে আনতে হবে তাহলে আপনার অভিভাবক হিসেবে আপনার বাবা বা যে অভিভাবক সে খুব সহজেই ভিসা পেয়ে যাবে।

জাতীয় পরিচয় পত্রঃ আপনার অভিভাবকের পরিচয় পত্রের সত্যায়িত কপি দিতে হবে। খেয়াল রাখবেন কোন প্রকারের ভূল যানি না থাকে। 

এই ছিলো সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোন প্রকারের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রশ্ন টি করবেন যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। 

তো চলুন সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালের  আরো কিছু গূরত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই বিষয় গুলো জানা আপনাদের জন্য খুবি দরকারি। 

তুর্কি সাইপ্রাস বেতন কত

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সালে সাইপ্রাস যাওয়ার আগে আপনার অবশ্যই এটা জানা দরকার আপনি কত টাকা ইঙ্কাম করতে পারবেন সাইপ্রাস এসে। তো চলুন জেনে নেই কিছু উদাবরণ সহ কত টাকা ইনকাম করতে পারবেন আপনি।

কোথায় আছে না সবুরে মেওয়া ফলে। সাইপ্রাস এই কিছু দিন আগে দুই জন ভাই গেছে। কিন্তু একজন অনেক তারাতারি যেতে পারছে কিন্তু আরেক জনের যেতে একটু দেরি হইছে। তো আমি চিন্তা করলাম দুইজনের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থায় আছে তারা। 

এখন আমি  প্রথম জন কে যখন ফোন করলাম তখন তিনি বললো যে তার মালিক নাকি ভালো না আর বেতন বাংলাদেশি টাকায় ৪০০০০ টাকার মতো। আবার এই টাকা দিয়ে ওখানে থাকা এবং খাওয়ার খরচ দিতে হয়। 

দ্বিতীয় জনের সাথে কথা বলে জানতে পারি যে সে খুব আরামে আছে কোম্পানি থেকে  তার থাকার খরচ বহন করে আর খাওয়ার খরচের ৪০%। আর বেতন পান ৯০,০০০ টাকা। তার কোথায় মনে হলো ভালো শান্তিতে আছে আল্লাহ রহমতে। 

এখন বলি তাহলে প্রথম ভাইয়ের অবস্থা এমন কেনো। আমি সহজ কথায় বলি প্রথম ভাইটি লিগাল ভাবে যায় নি। তিনি এখন তার মালিক কে ভিসা দিয়ে দিতে বললে বলে যে যার মাধ্যমে আসছো তার কাছে চলে যাও, আমি কিছু করতে পারবো না। তার পরে বেতন তাও ঠিক ভাবে দেয় না আর কিছু জিজ্ঞেস করলেই বলে চলে যেতে। 

তাই সবার কাছে অনুরোধ এজেন্সি যদি একটু সময় নেয় তাহলে নিক। আপনি তারাহুরা করে যেয়ে তো কি বিপদে পড়বেন তা বুঝতেই পারছেন।

সর্বোশেষ কারো মনে যদি কোন প্রকার প্রশ্ন থাকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ সাল নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ আরটিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

FAQ: সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ এর সর্বনিম্ন বয়সীমা কত?

উত্তরঃ সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ এর সর্বনিম্ন বয়সীমা হলো ১৮ বছর।

বাংলাদেশ থেকে সাইপ্রাসের দূরত্ব কত?

উত্তরঃ বাংলাদেশ থেকে সাইপ্রাসের দূরত্ব ৫৫৮০ কিলোমিটার।

সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪?

উত্তরঃ সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের প্রায় ৩ টাকা ৬৪ পয়সা।

Leave a Comment