ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ । সম্পূর্ণ তথ্য।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। উচ্চ শিক্ষার জন্য অনেকেই অনেক দূরের দেশে যান। আজকে সেরকম আপনাদের চেনা যানা দেশ ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ নিয়ে আলোচনা করবো। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে অনেক পরিবর্তন দেখতে পাবেন আগে থেকেই বলে রাখলাম।

ফিনল্যান্ড রাষ্ট্রটি উত্তর-পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের তীরে অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত একটি রাষ্ট্র। ফিনল্যান্ড এর রাজধানী হলো হেলসিঙ্কি। সরকারি ভাষা হচ্ছে ফিনিয় এবং সুইডিও। সুইডেনের বেশিরভাগ মানুষই খ্রিষ্ঠধর্মবলম্বি।

তো চলুন বেশি কথা না বারিয়ে আজকের মূল আলোচনা ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দেখা যায় প্রতিটি দেশি একই রকম ডকুমেন্টস চায়। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা পেতে হলেও আপনাকে ২৫ টি ডকুমেন্ট আগে থেকে গুছিয়ে রাখতে হবে। এই ২৫ টি ডকুমেন্টস যদি আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে আপনাদের ভিসা পাওয়া ১০০% নিশ্চিত হয়ে যাবে।

আমি এই ২৫ টি ডকুমেন্টস আমি ৩ টি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করে লিখবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই আরটিকেলটি মনোযগ সহকারে পরবেন। এই আরটিকেলটি পরলেই আপনার আর কোন প্রকারের প্রশ্ন থাকবে না।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা Personal ডকুমেন্টস

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা Personal ডকুমেন্টস

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালের আপনার যে যে Personal ডকুমেন্টস লাগবে তা আমি নিচে সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে যে যে ডকুমেন্টস গুলোর কথা বলবো তা আলাদা করে একটি ফাইলে গুছিয়ে রাখবেন।

IELTS: আপনি যে দেশেই যেতে চান না কেনো আপনাকে সর্বপ্রথম IELTS এক্সাম দিয়েই হবে । আপনি IELTS না করে কোন ভাবেই বাহিরের কোন দেশেই পড়ালেখার জন্য যেতে পারবেন না। তাই আপনাকে আপনার বিভাগীয় সহরে দেখতে হবে কোথায় IELTS এর ভালো কোর্স কোথায়। কর্সে ভর্তি হয়ে ভালো ভাবে পড়ালেখা করে IELTS এর এক্সাম দিয়ে বেন্ড স্কোর অবশ্যই ৬.৫ রাখার চেষ্টা করবেন।

Passport: আপনাকে একটি ১০ বছর মেয়াদি পাসপোর্ট বানাতে হবে। কারণ আপনি পাসপোর্ট ছাড়া IELTS এর এক্সাম দিতে পারবেন না। অবশ্যই খেয়াল রাখবে পাসপোর্ট এ কোথাও যেনো ভূল না হয় ভূল হলে কিন্তু ভূল সারতে সারতে এক বছর নষ্ট হয়ে যাবে।

Certificate Attestration: আপনার SSC এবং HSC এর সার্টিফিকেট আপনাকে Education ministry, Law ministry এবং Foreign ministry থেকে Attestration করতে হবে। আর আপনি যদি মাস্টার্স করার জন্য তাহলে আপনি যে পর্যন্ত পড়ালেখা করছেন অর্থাৎ হোনার্স শেষ এর সার্টিফিকেট Attestration করতে হবে।

NID: আপনার অবশ্যই নেশনাল আইডি কার্ড থাকতে হবে। কার্ডে যদি কোন প্রকারের সমস্যা থাকে তাহলে তা আগে থেকে ঠিক করে নিবেন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে বের করবেন তা না জানলে নিচের আরটিকেল্টি একবার পড়ে নিন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

ফ্যামিলি সার্টিফিকেটঃ আপনার পরিবারের যাদের NID কার্ড আছে, তাদের NID কার্ড দেখাতে হবে। আর যাদের NID কার্ড নেই তাদের জন্মনিবন্ধন দেখাতে হবে। আর আপনার বাবার NID কার্ড এর সাথে সাথে পাসপোর্টও দেখাতে হবে।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা আপনার স্পন্সরের কাগজপত্র

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা আপনার স্পন্সরের কাগজপত্র

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে আপনাকে ফিনল্যান্ড এর ভিসা পেতে হলে আপনার স্পন্সর এর সকল প্রকার কাগজপত্র দেখাতে হবে। স্পন্সর বলতে বুঝানো হয়েছে আপনার বাহিরের পড়ালেখার খরচ কে চালাবে।

এখানে আপনার স্পন্সর আপনার বাবা কিংবা বড় ভাইও হতে পারে। তাই আপনার আসল স্পন্সর কে তার কাগজপত্র আপনাকে রেডি করতে হবে। আমি নিচে বলে দিচ্ছি কি কি কাগজপত্র দরকার হবে।

টিন সার্টিফিকেটঃ আপনার স্পন্সর জিনি তার একটি টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট বানানো কঠিন কিছু না। অনলাইনে দেখলেই পারবেন।

ট্রেড লাইসেন্সঃ ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে কেউ ফিনল্যান্ড যেতে চান এবং তার স্পন্সর এর একটি ব্যাবসায় থাকে তাহলে তাকে অবশ্যই ওই ব্যাবসার নিজস্ব ট্রেড লাইসেন্স দেখাতে হবে।

ব্যাংক স্টেটমেন্ট এবং সোল্ভেন্সিঃ ব্যাংক একাউন্ট অন্তত পক্ষে ৬ মাস আগে খুলে রাখবেন। আর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ২৪,০০,০০০ লক্ষ টাকার মতো।

ফেমিলি মেম্বারদের NID কার্ড লাগবেঃ আপনার বাবাই আপনার স্পন্সর হলে আর ফেমিলি মেম্বারদের NID কার্ড লাগবে না। কিন্তু আপনার স্পন্সর আপনার বড় ভাই কিংবা অন্য কেঊ হলে এবং সে যদি বিবাহিত হয় তাহলে তো তারো আলাদা একটি ফ্যামিলি হবে। তাই তাদের টা দিতে হবে।

ফাইনালশিয়াল এফিডোফিডঃ ফাইনালশিয়াল এফিডোফিড একটি গূরত্বপূর্ণ কাগজ। আপনার ফাইনালশিয়াল এফিডোফিড যত স্ট্রোং হবে আপনার ভিসা পাওয়ার চান্সও ততোই বেরে যাবে। তাই ভালো একটি উকিল ধরে এই কাগজটি বানিয়ে নিবেন।

টেক্স এবং টেক্স রিটার্ন সার্টিফিকেটঃ স্পন্সর এর টেক্স এবং টেক্স রিটার্ন এর সার্টিফিকেট এর সত্তায়িত ফটোকপি জমা দিতে হবে।

সোর্স অফ ফান্ডঃ আপনি যে এতোগুলো টাকা একজনের কাছ থেকে নিচ্ছেন তার সাথে আপনার কিসের সম্পর্ক্য যে উনি আপনাকে এতো টাকা দিবে। সেটাই এখানে দেখাতে হবে।

সোর্শ অফ ইনকামঃ আপনি যার কাছ থেকে টাকা নিচ্ছেন সে কোথা থেকে এতো টাকা পেলো তার একটি ডকুমেন্ট দিতে হবে।

 স্পন্সর এর পাসপোর্টঃ আর শেষে হচ্ছে স্পন্সর এর পাসপোর্ট এর কপি দিতে হবে। আগেই বলছি স্পন্সর যদি আপনার বাবা হয় তাহলে আর দিতে হবে না। কারণ তার পাসপোর্টের কপি আগে থেকেই জমা দিতে হবে।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এপ্লাই করার পরে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালের এই কাগজগুলো আপনি ভার্সিটিতে এপ্লাই করার পরে পাবেন। আপনি যখন ভার্সিটিতে আবেদন করবেন আর ভার্সিটি আপনাকে ভর্তি নিবে তখন আপনি এসকল কগজ পত্র পাবেন।

ইউনিভার্সিটি ওফারলেটারঃ আপনি যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন ওই ইউনিভার্সিটি যদি আপনাকে ভর্তি নিতে চায় তখন আপনাকে একটি ওফারলেটার দিবে।

COE কনফর্মেশন অফ এনরোলমেন্টঃ আপনি যখন কোন ভার্সিটিতে ভর্তি করফর্ম করবেন এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করবেন তখন এই কাগজ পাবেন।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ Additional কাগজপত্র

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে ফিনল্যান্ড যেতে হলে এই কাগজ গুলো চাইলে সাথে নিতে পারেন। কাজে লাগতে পারে।

১। IELTS কোর্স সার্টিফিকেট
২। ভার্সিটি এডমিশোন সার্টিফিকেট
৩। মেডিকেল এপোয়েন্টমেন্ট পিডিএফ
৪। ফিংগারপ্রিন্ট
৫। প্লেন টিকিট

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা খরচ ২০২৪

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালের মেইন যে খরচ তা আপনি চাইলেই কমিয়ে আনতে পারেন। আসল যে খরচটি তা হলো ইউনিভার্সিটির টিউশন ফি। আর আপনি IELTS এ একটা ভালো স্কোর করে এখানে স্কোলার সিপ নিয়ে টিউশন ফি কমিয়ে আনতে পারেন।

আমি প্রত্যেকটি খরচ আলাদা করে বর্ননা করে দিচ্ছি। আমি তো ৩ টি ধাপে ২৫ টি কাগজ এর লিস্ট আপনাদের দিয়েছি। এখন এই ৩ টি ধাপের ২৫ টি ডকুমেন্টস রেডি করতে আপনাদের কত টাকা খরচ হবে তা বলে দিচ্ছি।

Personal কাগজপত্রঃ আপনার personal কাগজপত কি কি তা তো জেনেই গেছেন। এই কাগজ গুলো গুছাতে আপনার প্রায় ২০,০০০ টাকার মতো খরচ হবে।

Sponsor এর কাগজপত্রঃ ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ এর স্পন্সর এর কাগজগুলো গুছাতে আপনাকে প্রায় ৬০,০০০ টাকার মতো খরচ করতে হবে।

ভিসা এপ্লাই এর পরের কাগজঃ ভিসা এপ্লাই এর পরের যে কাগজগুলো গুছাবেন তার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না।

টিউশন ফিঃ আমি আগেই বলছি এই খরচ টি আপনার ওপর নির্ভরশীল। আপনি চাইলেই এই খরচটি শূন্য তে নামিয়ে আনতে পারেন। তাও আপনি যদি ৮০% এর মতো স্কোলারসিপ পান তাহলে আপনাকে ভার্সিটির যে টিউশন ফি তার ৮০% টাকা কম দিলেই হবে।

প্লেনের টিকিটঃ প্লেনের টিকিট এর দাম অনেক সময়ই আপডাউন করে তাই আমি নিচে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে দেখে নিন। ক্লিক হেয়ার

আশা করি আপনারা সবাই ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে কত টাকা খরচ হবে তা তো বুঝতে পেরেছেন। এই বিষয়ের উপরে কোন প্রকারের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন।

ফিনল্যান্ডে বেতন কত টাকা

আপনার এই বিষয়ে আবশ্যই জানা দরকার আপনি ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে ফিনল্যান্ড এ যেয়ে কি ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন কিনা। তো চলুন জেনে নেই আপনি মাসে আর প্রতি দিন কত টাকা ইনকাম করতে পারবেন ফিনল্যান্ডে।

আপনি পার্ট টাইম জব করে ফিনল্যান্ড এ মাসে প্রায় ১,৭০,০০০ থেকে ১,৮০,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট এ কাজ পেয়ে যাবেন।

আর এর পাশাপাশি আপনি যদি ডেলিভারির কাজ করেন তাহলে আপনি প্রতিদিন প্রায় বাংলাদেশি টাকায় ৮ থেকে ৯ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। তাহলে দেখা যায় আপনি প্রতি মাসে প্রায় ৩,০০,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন।

ফিনল্যান্ডে থাকা খাওয়ার খরচ কত

অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে থাকা খাওয়ার খরচ একটু বেশি। কিন্তু আপনিও অন্যান্য দেশের তুলনায় এখানে বেশি টাকা ইনকাম করতে পারছেন। তালি আমার মতে বেশি একটা ঝামেলা হয় না।

থাকা খাওয়ার খরচ প্রতিদিন প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ টাকার মতো। আর আপনার ইনকাম প্রতিদিন ৮ হাজার টাকার মতো। আর যদি ২ টি কাজ করে থাকেন তাহলে আপনার ইনকাম দাঁড়াবে মোটামুটি প্রতিদিন ১৭,০০০ টাকার মতো। এই ক্ষত্রে দেখা যায় আপনার খরচও বেড়ে যাবে।

ফিনল্যান্ডে কি নিজের সেমিস্টার ফি নিজেই দিতে পারবো

ফিন্যান্ড এ আপনি পড়ালেখার পাশাপাশি নিজের সেমিস্টার ফি নিজেই দিতে পারবেন। কিন্তু এখানে একটু সমস্যা হলো আপনাকে ২ টি পার্টটাইম জব করতে হবে। এখন আবার কাজ পাওয়া একটু কঠিন হয়ে গেছে।

কিন্তু আপনি যদি ২ টি পার্ট টাইম জব করতে পারেন তাহলে। আমনি সব কিছুই করতে পারবেন। ২ টি জব বলতে একটি পার্টটাইম জব আর একটি সময়ে ৩ ঘন্টার জন্য খাবার ডেলিভারির কাজ করলেই হবে।

সর্বোশেষ, আশা করি ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে আপনাকে কি কি করতে হবে তা বুঝে গেছেন। এই আরটিকেল রিলেটেড কোন প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমি যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

FAQ: ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৪

বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে কত সময় লাগে

উত্তরঃ বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে দুটি রুট ব্যবহার করা যায়। এখন প্লেন যদি ঢাকা->কাতার->ফিনল্যান্ড যায় তাহলে প্রায় ১১ ঘন্টা থেকে ১৫ ঘন্টার মতো সময় লাগবে।

বাংলাদেশ থেকে ফিনল্যান্ড এর দূরত্ব কত

উত্তরঃ বাংলাদেশ থেকে ফিনল্যান্ড এর দূরত্ব প্রায় ৬,৭০০ কিলোমিটার।

ফিনল্যান্ড এর ১ টাকা বাংলাদেশের কত টাকা

উত্তরঃ ফিনল্যান্ড এর মুদ্রার নাম ইউরো। আর ফিনল্যান্ড এর ১ ইউরো = বাংলাদেশের ১২০ টাকা।

Leave a Comment