পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগে।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বাহিরে যেতে চান তাদের অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। অন্যান্য অনেক কাজের জন্যও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। তো অলরেডি তো বুঝেই গেছেন যে আজকে আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো বা পাবেন তা নিয়ে বিস্তারিত লিখবো। বলতে গেলে বর্তমানে যা দেখছি তাতে বিদেশে যাওয়ার জন্য সবথেকে বেশি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর দরকার।

এই আরটিকেল্টি মন দিয়ে পড়লে আপনারা ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন। অনেকেই ভয়ে আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো এই বিষয় নিয়ে। চিন্তার কনো কারণ নেই আপনি যদি বেশি খারাপ কিছু না করে থাকেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আপনার কোন সমস্যা হবে না।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো আপনি যে একটি দেশের সু-নাগরিক বা কোন প্রকার অপরাধমূলক কাজের সাথে জরিত নন তার একটি প্রমান পত্র। ভিসা পেতে হলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এখন আমরা অনেকেই জানি না, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

চলুন জেনে নেওয়া যাক আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগে

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো তা জানার আগে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগে এটা জানা জরুরি। আপনি ক্লিয়ারেন্স এর জন্য সব ডকুমেন্ট না নিয়ে আবেদন করতে পারবেন না। যদিও আপনাকে আবেদন পত্র অনলাইনে পূরণ করতে হবে।

তো চলুন জেনে নেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগেঃ

  • আপনার কমপক্ষে ৩ মাস মেয়াদ আছে এরকম একটি পাসপোর্ট থাকতে হবে। সাধারণত পাসপোর্ট বানানোর সময় ৫ থেকে ১০ বছর মেয়াদ থাকে পাসপোর্টে, কিন্তু আস্তে আস্তে তো মেয়াদ শেষ হয়ে যায়।
  • পাসপোর্টে উল্লেখিত ঠিকানা বা বর্তমান ঠিকানা আর আপনাকে বর্তমানে ঐ স্থানে থাকতে হবে।
  • আর যদি এমআরপি পাসপোর্ট হয় আর ঠিকানা উল্লেখিত না থাকে তাহলে আপনি আপনার জন্মনিবন্ধন বা আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে রাখবেন।
  • আর যারা চাকরীর অথবা অন্য কোন কাজের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে। আপনি যেই জেলায় স্থানিয় হন তাহলে ডিএসবি অফিসে, আর যদি আপনার ঠিকানা মেট্রোপলিটন অফিসে আসে তাহলে ওখান কার মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করতে হবে।
  • লাস্ট আপনাকে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে ৫০০ টাকা মূল্যের সমান ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধমে সার্ভিজচার্জ সহ ফি দিতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে আপনাকে https://pcc.police.gov.bd/ords/f?p=PCC:REGISTRATION:0::NO:4:: এই ওয়েব সাইটে যেয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি যে জিমেইল দিয়েছেন তাতে একটি মেইল করা হবে। সেখান থেকে আপনার একাউন্ট একটিভ করে নিতে হবে। অথবা আপনি ফোন দিয়ে এসএমএস দেওয়ার মাধ্যমেও আপনার একাউন্ট একটিভ করতে পারবেন।

রেজিস্ট্রেশন করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

এখানে প্রথমে আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, একটা এক্টিভ ইমেইল আর ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। এর পরে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে।

কন্টিনিউতে ক্লিক করলে আপনার একাউন্ট একটিভ করার জন্য আপনার ইমেইল এ একটি মেইল করবে। মেইলটি আসতে একটু সময় লাগবে চিন্তার কোন কারণ নেই। অথবা আপনি ফোন এর মাধ্যমে মেসেজ করেও একাউন্ট একটিভ করে নিতে পারেন।

একাউন্ট একটিভ

এরকম একটি মেইল আসবে আপনারা কাছে এখান থেকে ভেরিফাই এ ক্লিক করলে আপনার একাউন্ট চালু হয়ে যাবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফরম

আশা করি আপনারা আপনারা একাউন্ট খুলছেন ভালো ভাবে এখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো তা দেখবো। একাউন্ট খোলা হয়ে গেলে এখানে https://pcc.police.gov.bd/ords/pcc2/r/pcc/login_desktop লগিন করে নিবেন।

এপ্লাই করুন

লগিনের পরে নিচের দেওয়া এরকম একটি পেইজে নিয়ে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

এরপরে এপ্লাই বাটনে ক্লিক করলে আপনাকে নিচের মতো একটি পেইজ এ রিডাইরেক্ট করে নিয়ে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার কারণ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ক

আপনি যদি বাহিরে যেতে চান তাহলে আপনি এখান থেকে গো এব্রোড সিলেক্ট করবে। আর এ ছাড়া অন্য যে কোন কারণের জন্য আপনি আদারস সিলেক্ট করবেন।

আপনি এসব পূরণ করলে আপনার কাছে পারসোনাল ইনফরমেশোন দিতে বলবে। পারসোনাল ইনফো দিতে আপনার সামনে নিচের ফরম এর মতো একটি ফরম আসবে।

পারসোনাল ইনফরমেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

ভালো ভাবে ছবিটি দেখুন এবং আপনারা পাসপোর্ট এর ইনফোরমেশন এর সাথে মিলেয়ে দেখুন কোন কোন ইনফোরমেশন লাগবে ফরম পূরণ করতে। আপনার পারসোনাল ইনফো দেওয়া হয়ে গেলে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আরেকটি পেজএ। এই পেইজ এ আপনি আপনার পারসোনাল এড্রেস দিতে হবে।

ইমার্জেন্সি কন্টাক্ট এর ঠিকানা

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

উপরের ফরম টি দেখে ভালো ভাবে আপনি আপনার ঠিকানা দিয়ে পূরন করে নিবেন। ভালো ভাবে খেয়াল করে পূরণ করিয়েন যাতে ভুল না হয়। তারপরে আবার আগের মতো সেইভ এন্ড কোনটিনিউ এ ক্লিক করলে আরেকটা পেইজ এ নিয়ে যাবে।

ডকুমেন্ট আপলোড

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

আপনাকে আমি একটি ইনফোরমেশন দিয়েছিলাম উপরে মনে আছে। মনে না থাকলে এখানে “ইনফো” ক্লিক করে দেখে নিন বা উপরে উঠে দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি লাগে। ওখানে যে যে ইনফরমেশন এর কথা বলা আছে এবং এখানে যা যা চেয়েছে তার সাথে মিলিয়ে আপনি ইনফরমেশোন আপলড করে দিন। তারপরে সেইভ এন্ড কনটিনিউ এ ক্লিক করুন।

ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। ওই পেজ এ আপনি আগে যা যা পূরণ করেছেন তা সব ঠিক আছে কিনা তা চেক করে নিবেন। চেক করে সব ঠিক থাকলে আবার সেইভ এন্ড কনটিনিউ এ ক্লিক করুন।

পেমেন্ট

উপরের সব ফরম সঠিক ভাবে পূরণ করে সেইভ এন্ড কনটিনিউ তে ক্লিক করলে আপনাকে পেমেন্ট এর একটি পেজ এ নিয়ে যাবে। পেমেন্ট এর পেজে ভালো ভাবে বাংলায় ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাই আমি আর বেশি কিছু বল্লাম না। আপনারা ওই ইনস্ট্রাকশন টি ফলো করে আপনাদের পেমেন্ট কমপ্লিট করে চালান ডাউনলোড করে আবার এই পেজে এসে পেমেন্ট এর চালান টি আপলোড করে দিন।

এখন ও অনেকেই চিন্তায় আছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো। ভাই আপনার পেমেন্ট এর চালান আপলোড করার পরি আবেদন সম্পন্ন হয়ে গেছে। এখন খালি কয়েকদিন অপেক্ষা করূন আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য।

সর্বোশেষ, আশা করি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো বা পাবেন এই সম্পর্কে যা জানার ছিলো জানতে পেরেছেন। আর যদি কোন প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।