প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে কিভাবে ওয়ার্ক পারমিট পাবেন। লিথুনিয়া বাল্টিক সমুদ্রের তীরে অবস্থিত একটি দেশ, তাই একে বাল্টিক দেশও বলা হয়।
অন্য আরো দশটি ইউরোপিয় দেশের মতো লিথুনিয়াও একটি জনপ্রিয় দেশ। বাংলাদেশিদের অনেকেরি ইচ্ছা থাকে ইউরোপিয় কোন একটি দেশে যাওয়ার জন্য। কিন্তু আসলে এডভারটাইসমেন্ট এর অভাবে লিথুনিয়ায় বাংলাদেশিদের সংখ্যা অনেকটাই কম। কিন্তু দেশটিতে অনেক কাজ আছে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে যেনে নেওয়া যাক লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে কি কি ভিসা আছে এবং আমাদের কি কি করতে হবে।
লিথুনিয়া কাজের ভিসা ২০২৪
অন্য যেকোন ইউরোপিয় দেশের তুলনায় লিথুনিয়ার কাজের বেতন অনেক বেশি, আর থাকা খাওয়ার খরচও অনেকটাই কম। তাই অনেকেরি ইচ্ছা এখন লিথুনিয়া যাওয়ার। প্রায় প্রতিবছর লিথুনিয়া সরকার বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে কাজের জন্য কর্মী নিয়ে থাকে।
আপনি যদি সরকারি ভাবে একবার ওয়ার্ক পারমিট পেতে পারেন তাহলে আপনি অনেক কম খরচেই লিথুনিয়া যেতে পারবেন এবং কাজ করতে পারবেন। মূলত দেশটির সরকার চারটি ক্যাটাগরিতে শ্রমিক নিয়ে থাকে। এই চারটি ক্যাটাগরি হলোঃ
১। ওয়ার্ক পারমিট ভিসা – সাভাবিক যেকোন কাজের জন্য।
২। ইউ ব্লউ কার্ড ভিসা – এই ভিসা মূলত অভিজ্ঞ কর্মীদের জন্য।
৩। সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা – এই ভিসা যেকোন সিজনের জন্য। যেমন আপনি যদি কৃষি কাজ ভালো জানেন তাহলে আপনি শুধু কৃষির সময় টুকুতে লিথুনিয়া যেয়ে কাজ করতে পারবেন।
৪। ইন্ট্রা কোম্পানি ভিসা – এটা হয়তো আপনি বুঝেই গেছেন। এই ভিসা লিথুনিয়ার কোন কোম্পানিতে যদি চাকরি পেয়ে থাকেন তাহলেই পাবেন। তাই আপনাকে আগে একটি চাকরির অফার পেতে হবে লিথুনিয়ার কোন কোম্পানি থেকে।
আরও পড়ূনঃ পর্তুগাল যাওয়ার সহজ ৩ টি উপায় ২০২৪
আরও পড়ূনঃ পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪
লিথুনিয়া কাজের ভিসা আবেদন ২০২৪
আপনাকে দেশটির ওয়ার্ক পারমিট পেতে হলে যা যা করতে হবে তা আমি সুন্দর করে অল্পের মধ্যে লিখে দিচ্ছি। ভালো ভাবে দেখে নিন।
সবার আগে আপনাকে লিথুনিয়ায় একটি চাকরি পেতে হবে। এটা হতে পারে স্থায়ী কিংবা অস্থায়ী। যেমন ধরূন আপনি একটি লিথুনিয়ান কোম্পানিতে চাকরি পেলেন অথবা বাংলাদেশের কোন কোম্পানির ব্রান্স লিথুনিয়ায় আছে। সেখানে আপনাকে কাজের জন্য যেতে হবে। এছাড়াও আপনি যদি অন্য যেকোন মাঠ পর্যায়ের কাজে পারদর্শী হন তাহলে এই দেশটির যেকোন মানুষ আপনাকে কাজ দিবে। কাজ পাওয়াটা কঠিন কিছু না। একটু খোজ নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন।
আপনি কাজ পেয়ে গেলে আপনাকে একটি ভিসা ফরম পূরণ করতে হবে। যেটা আপনি মাইগ্রেশন ডিপার্টমেন্ট এর ওয়েব সাইটে পেয়ে যাবেন। এখানে এসে লিখবেন আপনি কোন ভিসায় লিথুনিয়া যেতে চান।
লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে আবেদন করতে আর কি কি করতে হবে। এরপরে আপনাকে রিকয়েরমেন্ট ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। যেমন পাসপোর্ট ফোট এবং সদ্য তোলা কিছু পাসপোর্ট সাইজে ছবি, হেলথ ইন্সুরেন্স।
এরপরে আপনাকে বাংলাদেশে অবস্থিত লিথুনিয়া কন্সালটেশোনে একটি এপয়েন্টমেন্ট নিতে হবে। এই এপয়েন্টমেন্টেই আপনাকে ভিসা দেওয়া হবে কিনা জানতে পারবেন। এটা জানতে আপনাকে কিছু দিন ওয়েট করতে হবে।
লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে কি কি কাগজ লাগবে
লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে বেশি কাগজ এর দরকার নেই, কিন্তু যেগুলোর দরকার আছে তা খুবি গূরত্বপূর্ন। এর যেকোন একটি কাগজ বা ডকুমেন্ট এ ভুল থাকলেই আপনি ভিসা পাবেন না বা ওয়ার্ক পারমিট পাবেন না। তাই মনোযগ সহকারে পড়ূন।
- সবার আগে আপনাকে এপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। এটা আমি উপরে আগেই বলে দিয়েছি।
- একটি চাকরির লেটার যা অফার লেটার বা নুলস্তা নামেও অনেকে বলে।
- একটি সঠিক পাসপোর্ট, যাতে কমছে কম ৫ টি পেজ ফাকা আছে।
- এরপরে আপনাকে একটি ব্যাংক স্টেটমেন্ট এর কপি রেডি করতে হবে।
- হেলথ ইন্সুরেন্স
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- তারপরে সবার শেষে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাখতে হবে।
আশা করি আপনারা সবকিছুই ঠিক ভাবে বুঝতে পেরেছেন। তাই আপনার এখন কাজ হবে আগে এই সকল প্রকার ডকুমেন্টস রেডি করে নেওয়া। তাহলে আপনার ভিসা পেতে কোন প্রকার সমস্যা হবে না এবং আপনি লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সালে লিথুনিয়ায় যেয়ে কাজও করতে পারবেন।
এখন আরো কিছু গূরত্বপূর্ণ তথ্য জেনে নেই। কারণ এই তথ্য গুলো জানা আপনাদের সবার জন্য খুবি জরুরি বা আপনারা নিজে থেকেই এগুলো জানতে চান।
লিথুনিয়া কাজের ভিসা ফি ২০২৪
দেশটিতে ওয়ার্ক ভিসা পেতে আপনার বাংলাদেশি টাকায় ১৪,১২৪ টাকা দিতে হবে। এটা কিন্তু ভিসা ফি এটা আপনার যাওয়ার খরচ কিংবা ওখানে যেয়ে থাকার খরচ না। এই টাকা আপনি যখন লিথুনিয়া ভিসা নেওয়ার জন্য এম্বাসির এপোয়েন্টমেন্ট নিবেন তখন জমা দিতে হবে।
আর যেতে কত টাকা লাগতে পারে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। আপনি কোন ভালো একটি এজেন্সির সাথে কোথা বললেই জানতে পারবেন।
সর্বোশেষ আশা করি আপনারা যা যানতে চেয়েছেন তা জানতে পেরেছেন। আর কোন প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যত দ্রুত সম্ভব লিথুনিয়া কাজের ভিসা ২০২৪ সম্পর্কিত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।