প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা যার যার অবস্থান থেকে ভালো আছেন। বর্তমানে সবারি উচিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নেওয়া। কখন কাজে লেগে যায়। অনেকেইপুলিশ ক্লিয়ারেন্স করতে দিছে কিন্তু তারা জানে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার উপায়। তো চলুন জেনে নেওয়া যাক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার উপায় কি।
বাংলাদেশ তো এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে। আর আমাদের দেশের পুলিশ বিভাগ তো আর পিছিয়ে থাকবে না। তাই এখন এসব কাজের জন্য আপনাকে বাহিরে যেয়ে সময় নষ্ট করতে হচ্ছে না। তারা এখন অনলাইনেই এই সকল সার্ভিস দিচ্ছে।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন সেবা এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে। যেমনঃ পুলিশ পাস, জিডি করা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ আরো কত কি। দেশের ভিতরে বা বাহিরে যেখানেই চাকরির জন্য যান না কেনো এখন সবারি পুলিশ ক্লিয়ারেন্স এর দরকার আছে। আর এমনি যেকোন কাজেই কেউ বাহিরে যাক না কেনো পুলিশ ক্লিয়ারেন্স তো লাগবেই।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার উপায়।
আগে তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করার পরে, আবেদনের কাজ কতদুর হয়েছে তা জানতে অফিসে বা থানায় যেতে হতো। কিন্তু এখন আর এই সব ঝামেলা নেই, অনলাইনের মাধ্যমেই খুব সহজেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করতে পারবেন।
মাত্র দুই মিনিটে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার দুটি উপায় আছে। উপায় দুটি হলোঃ
- অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।
- আর হচ্ছে মোবাইল দিয়ে এসএমএস করার মাধ্যমে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার এই দুটি উপায়ই একদম সহজ। তাই আমি চিত্র সহ সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিবো। কিন্তু তার আগে আমাদের জানতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করতে কি কি দরকার হবে।
আরও পড়ূনঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।
পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন চেক করতে কি কি দরকার।
আসলে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে এত বেশি কিছু ডকুমেন্ট এর প্রয়োজন নেই। মাত্র তিনটি ডকুমেন্ট আপনার কাছে থাকলেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করতে পারবে। তো কি সেই ডকুমেন্ট–
- প্রথমেই লাগবে রেফারেন্স নাম্বার।
- এর পরে আপনার পাসপোর্ট নাম্বার।
- আর লাস্টে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই নাম্বার।
মাত্র এই তিনটি ডকুমেন্ট আপনার কাছে থাকলেই হবে আর কিছুই লাগবে না। এখন তো অনেক কথাই বললাম তো এবার চলুন দেখা যাক যে কিভাবে চেক করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স।
অনেকে আবার রেফারেন্স নাম্বার হারিয়ে ফেলে তাই আপনাকে রেফারেন্স নাম্বারটি ভালো ভাবে গুছিয়ে রাখতে হবে। কারণ রেফারেন্স নাম্বার ছাড়া আপনি কিছুতেই চেক করা যাবে না।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার উপায়।
আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স এর অফিসিয়াল ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছেন। সেই নাম্বার দিয়ে আবার লগিন করে নিবেন। আপনি একই নাম্বার দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করতে পারবেন না।
অনেকে তো আবার পাসওয়ার্ড হারিয়ে ফেলে তাদের জন্য আবার পাসওয়ার্ড রিকোভারির ব্যবস্থা আছে। পাসওয়ার্ড রিকোভারি করা একদম সহজ, এটা আপনারা এমনিতেই পারবেন। তাই আর দেখালাম না। তো চলুন এবার দেখে নেই পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায়।
ওয়েবসাইটে লগিন করুন।
লগিন করতে https://pcc.police.gov.bd/ এখানে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে।
ছবিটিতে দেখুন সিলেক্ট My Account নামে একটি অপশন আছে। ওই অপশনে ক্লিক করতে হবে লগিন করার জন্য। My Account এ ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে।
এখন এখানে সিলেক্ট করা যে যে অপশন রয়েছে তাতে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে শেষে Sign in এ ক্লিক করলেই একাউন্টে লগিন হয়ে যাবের
আবেদনকারীর তথ্য
এর পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে, যেখানে প্রথমে আপনি বা যে আবেদন করেছেন তার ইনফরমেশন থাকবে এবং এর নিচে থাকবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য একটি ফরম। ভালো ভাবে আরেকবার আপনার তথ্য গুলো দেখে নিয়েন। সব কিছু ঠিক আছে কিনা দেইখেন।
এখানে প্রথম বক্সে আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন এবং নিচের বক্স হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার জন্য। এখানে কি কি দিতে হবে তা তো আগেই বলেছি।
পুলিশ ক্লিয়ারেন্স স্টাটাস
উপরের সব কাজ গুলো ঠিক ভাবে করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ক্লিয়ারেন্স এর বর্তমান অবস্থা দেখাবে।
এখানে সিলেক্ট করা অপশনে আপনার স্টাটাস দেখতে পাবেন এবং এর ডান পাশে এডিট অপশন। আর বাম পাশে আপনার যাবতীর আরো তথ্য থাকবে।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের কখন কি স্টাটাস দেয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর স্টাটাস চেক করতে গেলে আপনি বা প্রত্যেকে তো আর সমান স্টাটাস দেখতে পাবে না। এখানে বিভিন্ন স্টাটাস আছে। যার যেটায় সমস্যা সেটাই শো করবে। আর কারো যদি সমস্যা না থাকে তাহলে তো তাকে আর সমস্যা দেখাবে না। তাই আমাদের এটা জানা জরুরি। তো চলুন দেরি না করে জেনে নেই।
- এপ্লিকেশন সাবমিটেডঃ এরকম স্টাটাস দেখালে বুঝবেন আপনার আবেদন করা সঠিক ভাবে হয়েছে। এখন শুধু অপেক্ষা করুন।
- পেইন্ডিং ফর পেমেন্টঃ এরকম স্টাটাস দেখালে বুঝবেন, ক্লিয়ারেন্স ফি ঠিক ভাবে দেওয়া হয় নি।
- পেমেন্ট রিসিভডঃ এরকম স্টাটাস দেখালে বুঝবেন ক্লিয়ারেন্স ফি ঠিক ভাবে দেওয়া হয়েছে।
- আন্ডার রিভিউঃ এরকম স্টাটাস দেখালে বুঝবেন আপনার আবেদনটি, আপনার থানার অফিসাররা তদন্ত করছেন।
- সার্টিফিকেট প্রিন্টেডঃ এরকম দেখালে বুঝবেন থানা থেকে তদন্ত শেষে সার্টিফিকেট প্রিন্ট করা হচ্ছে। দারান এখনি তো আর সার্টিফিকেট পাবেন তা বলি নি।
- বাই ওসিঃ এটা দেখালে বুঝবেন সার্টিফিকেট প্রিন্টের পরে থানার ওসির কাছে সাক্ষর করার জন্য দেওয়া হয়েছে।
- সাইন বাই ডিসিঃ এটা দেখালে বুঝবেন ওসির সাক্ষরের পরে আপনার জেলার ডিসি এর কাছে পাঠানো হয়েছে সাক্ষরের জন্য।
- রেডি ফর মোফা ভেরিফিকেশনঃ এই স্টাটাস দেখালে বুঝবেন সরাস্ট্রমন্ত্রনালয়ের কাছে।
- রেডি ফর ডেলিভারিঃ এরকম দেখলে বুঝবেন আপনার সার্টিফিকেট আপনাকে কিছু দিনের মধ্যেই দেওয়া হবে।
- ডেলিভার্ডঃ আপনি হাতে সার্টিফিকেট পেলেই এই স্টাটাস দেখাবে।
- আপ্লিকেশন রিজেক্টঃ এরকম দেখলে বুঝবেন আপনার আবেদনের তথ্য সঠিক ভাবে দেওয়া হয়নি। যার কারণে আপনার আবেদন বাতিল করে দিয়েছে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট SMS এর মাধ্যমে চেক।
এসএমএস এর মাধ্যমে চেক করা অনেক সহজ। এখানে বেশি ঝামেলা পোহাতে হয় না, আপনি সরাসরি এসএমএস করার অপশনে যেয়ে PCC S XXXXXXX লিখে 26969 নাম্বারে পাঠিয়ে দিন। এখানে XXXXXX হলো আপনার রেফারেন্স নাম্বার। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যে একটা মেসেজ আসবে যেখানে আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর কথা বলা থাকবে।
সব কিছুর শেষে কিছু কথা।
কি মনে হলো এখন বেশি একটা কঠিন কিছু তো না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করা। সবাই তো মনে হচ্ছে সবার স্টাটাস চেক করে ফেলছেন। কতক্ষন আর সময় লাগলো আরটিকেলটি পড়তে। আর যদি কোন প্রকারে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো আছেই। সাথে সাথে কমেন্ট করে দিবেন, যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে দিবো।
1 thought on “পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার উপায়। police clearance check online”