সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪। সম্পূর্ণ তথ্য।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে এখন অনেকেই সৌদি আরবে যাচ্ছে ভালো কিছু করার জন্য। কিন্তু এখন অনেকেই বিভিন্ন ভাবে বিভ্রন্তকর পরিবেশের শিকার হচ্ছে সঠিক তথ্য এর অভাবে। তাই আমি আজকে সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে কিভাবে সৌদি আরব জাবেন তা নিয়ে লিখবো।

মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র হলো সৌদি আরব। সৌদি আরবের আয়তন হলো ২১, ৫০, ০০০ বর্গকিমি। এটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। সৌদির ধর্মিয় রাজধানি হলো মদিনা এবং বানিজ্যিক ভাবে রাজধানি হলো রিয়াদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিক সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে কিভাবে সৌদি যাবেন তা জেনে নেই।

এই আরটিকেলটি মন দিয়ে পড়লে আশা করি আপনারা অনেক ইনফরমেশোন পাবেন সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সম্পর্ক্যে। তাই আপনাদের কাছে অনুরধ মনোযগ সহকারে আরটিকেলটি পড়ূন। আর কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে আপনাকে সৌদিতে ঢুকতে হলে সবার আগে যা দরকার হবে। তা হলো আপনার যোগ্যতা। আপনি কোন কাজে পারদর্শি তা চিন্তা ভাবনা করে দেখবেন।

ধরুন আপনি ভালো ড্রাইভিং করতে পারেন তাহলে আপনি দেখবেন কোন কম্পানিতে ড্রাইভার এর প্রয়োজন। আপনি সেই কোম্পানিতে আবেদন করবেন। ওই কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে দেখবে যে আপনার ড্রাইভিং এর বিষয়ে স্কিল কতটুকু। তারা যদি মনে করে, আপনি ভালো ড্রাইভ করতে পারবেন। তাহলে আপনাকে তারা জব দিবে।

আপনি যে কাজে বেশি দক্ষ এবং সেই কাজ কোন কোম্পানিতে করা হয়। এই দুটির সাথে মিল রেখেই আপনাকে ভিসা আবেদন করতে হবে। আমি নিচে অনেকগুলো কোম্পানির নাম এবং ওয়েবসাইট লিঙ্ক লিখে দিয়েছি যারা বর্তমানে অনেক লোক নিয়োগ দিবে। আপনারা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে তাদের সাথে কথা বললে জানতে পারবেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোক লাগবে।

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন ২০২৪

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন ২০২৪

বর্তমানে দালাল চক্রের হাতে সৌদি আরবের ভিসা। আপনি ডিরেক্ট কোম্পানিতে আবেদন করতে পারবেন না। সৌদি আরব যেতে হলে এখন আগে দালালের পা ধরে বসে থাকতে হয়।

এক্ষেত্রে আপনার করনিয় হলো ভালো একটি এজেন্সির সাথে কথা বলা। আপনাকে খোজ নিতে হবে কোন এজেন্সি আগেও সৌদিতে লোক পাঠাইছে। পারলে যারা বর্তমানে সৌদিতে ভালো অবস্থানে আছে। তাদের সাথে কথা বলে দেখবেন কিভাবে কি করবেন। কোন এজেন্সির কাছে গেলে ভালো হবে।

এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে যে কোম্পানি ভিসার জন্য আসলে কি কি কাগজ বা ডকুমেন্ট এর প্রয়োজন হবে। কিংবা প্রসেসটা কি সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালের ভিসা আবেদনের। আর কিভাবে বোঝা যাবে কোন এজেন্সি ভালো।

কিভাবে চিনবেন কোন এজেন্সি ভালো বা এজেন্সির লোকেরা আপনাকে যে ডকুমেন্টস গুলো দিচ্ছে তা সঠিক কিনা। এই সম্পর্ক্যে আমি আরটিকেল এর শেষের দিকে বলবো। এখন আগে আমি সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালের ভিসা প্রসেসিং নিয়ে লিখবো।

সৌদি আরবের কোম্পানি ভিসা প্রসেসিং এর টপিক টা মন দিয়ে পড়ূন এখানেই সব ক্লিয়ার হয়ে যাবে ভিসা পেতে হলে আপনাকে কি কি করতে হবে।

সৌদি আরবের কোম্পানি ভিসা প্রসেসিং ২০২৪

সৌদি আরবের কোম্পানি ভিসা প্রসেসিং ২০২৪

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে আপনার ভিসা প্রসেসিং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা এখানে আলোচনা করা হবে। তাই সবাই একটু মনোযোগ সহকারে বিষয় গুলো লক্ষ করেন।

বয়সঃ ২১ বছরের নিচে হলে আপনি সৌদি আরব আসতে পারবেন না। আপনার বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়।

পাসপোর্টঃ পাসপোর্ট হতে হবে E-passport এবং মেয়াদ হতে হবে ১০ বছর। আপনার পাসপোর্ট যদি ৫ বছর মেয়াদি হয়, তাহলে আরো ৫ বছর বাড়িয়ে নিন। পাসপোর্ট কিভাবে বানাবেন তা জানতে লিঙ্ক এ ক্লিক করে যেনে নিন। ই-পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

পুলিশ ক্লিয়ারেন্সঃ আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন তা জানতে লিঙ্ক এ ক্লিক করে জেনে নিন। আপনি সরাসরি অনলাইনেই আবেদন করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

এজেন্সিঃ আপনাকে সরকারি অনুমোদিত একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। সেই এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিলে তারা আপনাকে আপনি কি কাযে দক্ষ তা জিজ্ঞেস করবে। আপনার জজ্ঞতা অনুযায়ি একটি কোম্পানিতে আপনার চাকরির জন্য আবেদন করবেন।

ফোটোঃ আপনাকে এজেন্সিতে দেওয়ার জন্য পাসপোর্ট সাইজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড এর ১২ কপি ছবি আগে থেকেই বানিয়ে নিতে হবে।

চাকরির আবেদন করার পরঃ চাকরির আবেদন করার পরে আপনার চাকরি হয়ে গেলে আপনাকে একটি ওফারলেটার পাঠানো হবে। আর এখান থেকেই শুরু হবে আপনার আসল কাজ।

এম্বাসিতে তারিখ নির্ধারণঃ চাকরি পাওয়ার পরে আপনাকে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসিতে ভিসা আবেদন করতে বা ইন্টারভিউ দিতে কবে যাবেন তার একটি তারিখ ফিক্স করতে হবে। সৌদি এম্বাসিতে যোগাযোগ করে আরো কিছু তথ্য জেনে নিতে পারেন। Soudi Arabia Embassy.

ভিসাঃ আপনি চাকরির অফারলেটার পেয়ে গেলে এখন আপনাকে ভিসা বা সৌদি আরব ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা আবেদনের জন্য আপনাকে নিচের দেওয়া সব কাগজপত্র সাথে নিয়ে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসিতে যেতে হবে।

এখন প্রশ্ন হলো এম্বাসিতে যে যাবো ভিসা নিতে কি নিয়ে যাবো। কিছু তো তাদের দেখাতে হবে এমনি এমনি তো আর ভিসা দিয়ে দিবে না। সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে ভিসা নিতে এম্বাসিতে গেলে আপনাকে সাথে কি কি রাখতে হবে তা নিচে লিখে দিয়েছি।

এম্বাসিতে কি কি নিয়ে জাবেন

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে এম্বাসিতে ভিসা নিতে গেলে আপনাকে নিচে দেওয়া ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে রাখতে হবে। তা না হলে আপনি কখনই ভিসা পাবেন না। তো চলুন দেখে নেই কি কি ডকুমেন্টস সাথে রাখতে হবে।

পাসপোর্টঃ আপনার পাসপোর্ট এর অরিজিনাল এবং ফটোকপি সাথে রাখতে হবে। অরজিনাল পাসপোর্ট দেখে তারা আপনাকে ভেরিফাই করবে এবং ফটোকপিটি পরবর্তি কার্যক্রম এর জন্য রেখে দিবে।

NID: আপনার জাতীয় পরিচয় পত্রের অরিজিনাল কপি এবং একটি ফটোকপি নিয়ে যাবেন। ফটোকপিতে যেনো আপনার চেহারা স্পস্ট দেখা যায় তার দিকে খেয়াল রাখবেন। পারলে সাদাকালো প্রিন্ট করিয়েও আনতে পারেন।

বাবার পাসপোর্টঃ আপনার বাবার যদি আগে থেকে পাসপোর্ট করা থাকে তাহলে তার পাসপোর্ট এর কপি নিয়ে যাবেন সাথে করে। আর পাসপোর্ট না করা থাকলে সমস্যা নেই নিতে হবে না।

বাবার NIDঃ আর বাবার NID কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে (ফটোকপি)। আপনার বাবার NID কার্ডের নাম আর আপনার NID কার্ডে দেওয়া বাবার নামের সাথে যেনো মিল থাকে। মিল না থাকলে আগে থেকেই ঠিক করে রাখবেন।

বিঃদ্রঃ যদি বাবা বেচে না থাকে তাহলে তার মৃত্যু সার্টিফিকেট নিয়ে যাবেন। আর যদি মৃত সার্টিফিকেট এ কোন সমস্যা থাকে তাহলে বড় ভাই কিংবা মায়ের NID কার্ড নিয়ে যাবেন।

পুলিশ ক্লিয়ারেন্সঃ পুলিশ ক্লিয়ারেন্স এর সার্টিফিকেট নিয়ে যাবেন। অরিজিনাল এবং একটি ফটোকপি তাও সত্যায়ীত নিতে হবে।

মেডিকেলঃ আপনি কিছুদিন ভালো ভালো খাবার খাবেন এবং প্রতিনিয়ত জিম করে মাস দুই নিজেকে ফিট করে তারপরে একটি মেডিকেল সার্টিফিকেট বানাবেন। এ সময়ে কোন প্রাকার ধুমপান করবেন না।

ফটোঃ আপনার পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড এর ১২ কপি ছবি সাথে রাখবেন। সত্ত্যায়িত করে নিতে পালে ভালো হয়।

চাকরির অফার লেটারঃ আপনি যে কোম্পানিতে চাকরি করবেন সেখান থেকে একটি ওফার লেটার আপনাকে পাঠানো হবে। এটা আপনি যে এজেন্সিতে কথা বলেছেন বা যে এজেন্সির মাধ্যামে কাজ করাচ্ছেন তারাই এনে দিবে।

চাকরির কনফর্ম লেটারঃ চাকরির অফার লেটার পেলে আপনাকে নিশ্চিত হয়ে জানাতে হবে যে আপনি চাকরি করবেন কিনা। চাকরি নিশ্চিত করার জন্য আপনাকে কিছু টাকা পাঠাতে হবে কোম্পানিতে। তখন কোম্পানি থেকে আপনাকে একটি কনফর্মেশন লেটার পাঠাবে।

ইউনিয়নঃ আপনার ইউনিউন পরিষদ থেকে নাগরিক এবং চারিত্রিক সনদপত্র নিয়ে রাখবেন আগে থেকে। এটা এম্বাসিতে চেয়ে বসতে পারে। যদি পারেন ইংরেজি এবং বাংলা দুটিতেই লিখিয়ে নিবেন।

এডুকেশনাল সার্টিফিকেটঃ সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে ভিসা পেতে আপনার এডুকেশনাল সার্টিফিকেট অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই আপনি যত দূর পড়ালেখা করেছেন তার সার্টিফিকেট এর অরিজিনাল কপি সাথে রাখবেন আর ফটোকপি সত্তায়িত করে নিয়ে যাবেন।

ট্রেইনিং সার্টিফিকেটঃ ট্রেনিং সার্টিফিকেটও সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালের ভিসা পেতে অনেক বেশি ভূমিকা পালন করবে। আপনি ধরুন ড্রাইভিং কাজের জন্য সৌদি যাচ্ছেন, এখন এর প্রমাণ কি যে আপনি আসলেই ড্রাইভ করতে পারেন। তাই আপনি যে কাজের উপর ট্রেনিং নিয়েছেন বা পারেন তার একটি সার্টিফিকেট এর ব্যাবস্থা করবেন।

সৌদি কেনো কাজ করতে চানঃ এম্বাসিতে আপনাকে এই প্রশ্নটি করতে পারে তাই এর একটি সঠিক জবাব আপনি আগে থেকেই মনে রেখে যাবেন।

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে ভিসা প্রসেসিং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা তো ইতিমধ্যেই জেনে গেছেন। এই বিষয়ে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দিবো।

সৌদি আরবের কোম্পানি ভিসা চেক ২০২৪

আসলে সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালের ভিসা চেক করার নিয়ম কানুন এখানে বলে বা বুঝিয়ে বলা যাবে না। আমি তাও নিচে কিছুটা বলে দিচ্ছি আশা করি বুঝে জাবেন। সহজ আছে সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ এর ভিসা চেক করার নিয়ম।

আমি কিছুটা বলে দিচ্ছি। আপনাকে প্রথমে নিচের দেওয়া লিঙ্কে যেতে হবে। লিঙ্ক। লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে একটা ওয়েব সাইটে নিয়ে যাবে। ওয়েব সাইটে ঢুকলেই Application Id এবং Passport Number দেওয়ার যায়গা থাকবে।

যেখানে যা বলা আছে তা ফলো করলেই আপনার ভিসার স্টাটাস চেক করতে পারবেন এবং ওখান থেকে প্রিন্টও করতে পারবেন।

সৌদি আরবের কোম্পানি ভিসার দাম কত

সৌদি আরবের কোম্পানি ভিসার দাম কত বলতে বুঝাতে চেয়েছি যে কত টাকা লাগবে ভিসা পেতে। এখন অনেক ওয়েব সাইটেই তো দেখি তারা ডিরেক্ট ভিসার খরচটি বলে দিচ্ছে কিন্তু আনুসাঙ্গিক কোন খরচের কথা বলছেই না।

ভিসা পেতে হলে আপনাকে আগে যা করতে হবে তারো তো একটা খরচ আছে। এই সব খরচ যদি একসাথে করি তাহলে দেখা যায় যে মোট প্রায় আপনাকে ৫,০০,০০০ লক্ষ টাকা নিজের কাছে ক্যাশ রাখতে হবে। এই টাকাটা ভাই লাগবেই আপনার। আপনি তো যেয়েই আর টাকা উপার্জন শুরু করে দিতে পারবেন না।

আশা করি আপনারা বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছেন। আমি আলাদা আলাদা করে আর বিভিন্ন খরচের কথা বললাম না। আপনারা এমনিতেই সময়ের সাথে সাথে বুঝে জাবেন কত কোথায় কত টাকা লাগবে।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

অনেকেরি জানার ইচ্ছা সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে বেতন কত টাকা। দেখেন বেতন তো সব কাজের এক নয়। আপনি যে কাজে পারদর্শি সেই কাজের উপর নির্ভর করে বেতন কত টাকা পাবেন। এখন আপনি যদি ড্রাইভিং এর কাজ পেয়ে সৌদি যান, তালে দেখা যায় আপনি মাস শেষে ২০০০ থেকে ৩০০০ রিয়াল ইনকাম করতে পারবেন।

আপনি যে কাজই করেন না কেনো আপনার বেতন ১৫০০ রিয়াল এর নিচে হবে না। আর যদি বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজে যেতে পারেন তাহলে তো বাংলাদেশি টাকায় ৯০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন।

আলাদা করে আসলে বেতন এর কথা বলা যায় না। কারণ আপনার বেতন তো আমি বা আপনার ওই এজেন্সি দিবে না। দিবে কোম্পানি এখন কোম্পানি কত টাকা বেতন দিবে তা কোম্পানি জানে।

হ্যা! আপনি চাকরি পেলে আপনাকে অবশ্যই জানানো হবে যে আপনি কত টাকা বেতন পাবেন। তখন আপনার যদি সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে ভিসা নিয়ে যেতে মনে চায় যাবেন।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

সৌদি আরবের প্রত্যেকটি কাজেরি বেতন বেশি কিন্তু কিছু কিছু কাজ আছে যেসব কাজের বেতন একটু বেশি দেওয়া হয়। আবার কাজ গুলো করতেও কষ্ট আছে ভালো। আমি লিস্ট করে দিচ্ছি উপরের কাজগুলোর কষ্ট একটু বেশি।

১। কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ
২। পাম বাগানে কাজ
৩। সেলসম্যান
৪। ডেলিভারি ম্যান
৫। ড্রাইভিং
৬। রেস্টুরেন্ট এর কাজ

এই কাজগুলোই সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে বেশি পাওয়া যাচ্ছে। তাই লিস্ট টা বেশি না পেচিয়ে সোজা বলে দিলাম।

সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবের তো আর কোম্পানির অভাব নেই। কিন্তু সব কোম্পানিতো আর বাহিরের দেশ থেকে লোক নেয় না। যে সব কোম্পানি বাহিরের দেশ থেকে বেশি লোক নেয় তাদের মধ্যে ৮ টি কোম্পানির নাম আমি নিচে লিখে দিবো। যারা সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে সৌদি আরব যেতে চাচ্ছেন তারা এই ৮ টি কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

সাবিক কোম্পানিঃ এটা হচ্ছে একটি সার কোম্পানি। সৌদি আরবে সরকারি ভাবে যত সার সাপ্লাই করা হয় তা এই কোম্পানির মাধ্যমে হয়।

আল রাঝি ব্যাংকঃ ব্যাংক এর নাম দেখেই তো বুঝে গেছেন এখানে কি কি ধরনের কাজ হয়ে থাকে। এটি একটি ইনভেস্টমেন্ট ব্যাংক।

STC কোম্পানিঃ আপনারা তো STC Mobile phone এর নাম শুনেছে্ন। এই কোম্পানি সৌদি আরবে বাহির থেকে অনেক লোক নিচ্ছে।

সৌদি Electricity কোম্পানিঃ এই কোম্পানিটি সৌদি আরবের ইলেক্ট্রনিক্স মার্কেটের অনেকটা অংশ একাই দখল করে রেখেছে।

সাম্বা কোম্পানিঃ এই কোম্পানিটির কাজ কি আমি আসলে জানি না। আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে কমেন্ট কইরেন।

রিয়াদ ব্যাংকঃ এই রিয়াদ ব্যাংক এর বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে ৭ হাজার কোটি টাকা।

ট্রান্সিট কোম্পানিঃ এই কোম্পানিটির কাজ হলো তেল পাম্পের কাজ। আপনি এখানে কাজ করে ভালোই শান্তি পাবেন। অন্যান্য কাজের থেকে। আর বেতনও অনেক বেশি।

আশা করি আপনারা কোম্পানির নাম গুলো মাথায় রাখবেন। আর এই প্রতিটি কোম্পানি আরো ভালো করে খোজ নিয়ে দেইখেন। তাহলেই বুঝতে পারবেন কেনো এই কোম্পানিগুলোর নাম এখানে দিয়েছি।

সর্বশেষ, সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪ সালে কিভাবে কি করবেন তা তো সম্পূর্ণ ভালো করে ব্যাখ্যা করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন । যদি কোন প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন। যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে আরটিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

Leave a Comment