দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ । সম্পূর্ণ তথ্য।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে দক্ষিন কোরিয়া যাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে। তাই আজকে আমি লিখবো দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে কিভাবে কোরিয়া যাবেন। আজকের আরটিকেলটি পড়লে আমার মনে হয় না দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকবে। তাই মনোযগ সহকারে আরটিকেলটি পড়ূন।

দক্ষিণ কোরিয়া একটি সুন্দর ও ক্রাইমহীন দেশ। এই দেশেটি পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার রাজধানি হলো সিউল। আর এই দেশটির ভাষাকে কোরীয় ভাষা বলা হয়। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে নেই দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে পেতে হলে কি কি করতে হবে।

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে মূলত স্টুডেন্ট ভিসা দিয়ে থাকে বছরে ২ বার। মার্চ ইন্টেক এবং সেপ্টেম্বর ইন্টেক। আপনি যদি মার্চ ইন্টেকে যেতে চান তাহলে আপনাকে ১ বছর আগে থেকেই সব ঠিক করে রাখতে হবে আর যদি সেপ্টেম্বর ইন্টেকে যেতে চান তাহলে আর ১ বছর আগে থেকে সব ঠিক করা লাগবে না।

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ এর প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমানে যারা কোরিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কোরিয়ার স্টুডেন্ট ভিসাটি বেস্ট হবে। কারণ আপনি স্টুডেন্ট ভিসা পেলে প্রায় ৪ বছর কোরিয়ায় থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমি নিচে বিস্তারিত লিখে দিচ্ছি কোরিয়ান স্টুডেন্ট ভিসা পেতে কি কি করবেন।

পাসপোর্টঃ আপনাকে একটি পাসপোর্ট বানাতে হবে। পাসপোর্ট একবারে ১০ বছরের বানানোই ভালো। আর যদি আপনার আগে থেকেই পাসপোর্ট বানানো থাকে। তাহলে দেখবেন পাসপোর্ট এর মেয়াদ কত দিন আছে। যদি মেয়াদ বারাতে হয় তাহলে বারিয়ে নিবেন। আর যারা নতুন পাসপোর্ট বানাবেন তারা আমার এই আর্টিকেলটি পড়তে পারেন। ই-পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

IELTS ঃ এর পরে আপনাকে IELTS এর জন্য পড়ালেখা করতে হবে। সাধারণত IELTS এর কোর্স ৩ মাসের হয়ে থাকে। ৩ মাস ব্রিটিস কাউন্সিলে IELTS করার পরে। আপনাকে একটি পরিক্ষা দিতে হবে। আর এই পরিক্ষায় চেষ্টা করবেন Band 6 এর একটি স্কোর আনার। তাহলে আপনি ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন এবং ভালো একটি স্কোলারসীপ পাবেন।

ব্যাংক ড্রাফটঃ আপনি IELTS এ ভর্তি হওয়ার সাথে সাথেই ব্যাংকে আপনার মা অথবা বাবার নামে একটি ব্যাংক একাউন্ট খুলে ভেলবেন। আর এই একাউন্ট এ ২০ লক্ষ টাকার একটি ড্রাফট দেখাতে হবে। আর একাউন্ট টির বয়স কমছে কম ৬ মাসের হতে হবে। এখন ২০ লক্ষ টাকা অনেকে আত্তীয় সজন দের কাছ থেকে এনে দেখায়। আবার অনেকে ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেয়। এ ক্ষেত্রে আপনার এক্সট্রা প্রায় ৭০ হাজার টাকা খরচ হবে।

সার্টিফিকেট এটাস্ট্রেশনঃ IELTS নিয়ে পড়াশোনা করা অবস্থাই আপনাকে আপনার SSC এবং যদি HSC সার্টিফিকেট এর এটাস্ট্রেশন করিয়ে নিতে হবে। দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে সার্টিফিকেট এটাস্ট্রেশন করতে হলে আপনাকে Education ministry, Law ministry এবং Forgein education ministry তে যেতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্সঃ দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে কোরিয়া যেতে হলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। এখন পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনলাইনে এপ্লাই করলেই হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।

ভার্সিটি চয়েসঃ আপনার উপরের সবগুলো ডকুমেন্টস যদি ঠিক করা হয় তাহলে এখন আপনার কাজ হবে একটি ভালো ভার্সিটি চয়েস করা। দক্ষিন কোরিয়ায় অনেক ভার্সিটি রয়েছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন। আপনার ভার্সিটি চয়েস হয়ে গেলে এখন আপনাকে ওই ভার্সিটির এডমিশন ফরম তুলতে হবে। এডমিশন ফরম পূরন করার পর ঐ ভার্সিটি থেকেই আপনার সাথে ওনারা যোগাযোগ করে নিবে। ভার্সিটি লিস্ট।

ডকুমেন্টস সাবমিটঃ আপনি যে ভার্সিটিতে এডমিশন পাবেন সেই ভার্সিটিতে উপরের সকল প্রকার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবেন তা তারা বলে দিবে।

সেমিস্টার ফিঃ আপনি যদি ভার্সিটিতে এডমিশন পান তাহলে আপনাকে প্রথম ৬ মাসের সেমিস্টার ফি ব্যাংক এর মাধ্যমে দিতে হবে। সেমিস্টার ফি নির্ভর করে আপনার IELTS band score এবং SSC, HSC এর সার্টিফিকেট এর উপর। তারা ৫০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত স্কোলারসিপ দিয়ে থাকে। সেমিস্টার ফি দেওয়া হয়ে গেলে আপনাকে তারা একটি স্টুডেন্টসিপ এর ডকুমেন্টস দিবে।

ভিসাঃ দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে কোরিয়া যেতে হলে অবশ্যই উপরের সবগুলো ডকুমেন্ট রেডি থাকতে হবে। উপরে সব গুলো ডকুমেন্ট নিয়ে আপনি যখন বাংলাদেশে অবস্থিত কোরিয়াণ এম্বাসিতে যাবেন তখন তার আপনার সব কাগজ দেখে সব কিছু ঠিক থাকলে আপনাকে ভিসা দিয়ে দিবে।

প্লেনের টিকিটঃ ভিসা পাওয়ার পরে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে এখন একটাই কাজ বাকি থাকবে তা হলো প্লেনের টিকিট কাটা।

উপরের সব কিছু রেডি করলেই আপনি দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে সহজেই স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন আর পড়ালেখার পাশাপাশি ভালো টাকা ইনকাম করতে পারবেন।

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা খরচ

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা খরচ

দক্ষিন কোরিয়ার স্টুডেন্ট ভিসার খরচ নির্ভর করে সম্পূর্ন আপনার উপর। আপনি যদি ভালো ভাবে পড়ালেখা করে IELTS দেন তাহলে আপনি ভালো একটি স্কোলার সিপ পাবেন। এক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে। আমি নিচে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে কত খরচ হতে পারে তা বলে দিচ্ছি।

  • পাসপোর্টঃ পাসপোর্ট বানাতে আপনার ৬ হাজার টাকার মতো খরচ হবে।
  • IELTS ঃ IELTS এর ভর্তির জন্য লাগবে ৮০০০ টাকা এবং পরিক্ষা দিতে লাগবে ২২০০০ টাকা
  • ব্যাংক ড্রাফটঃ আপনি যদি কোন আত্তীয় বা কারো কাছ থেকে টাক নিয়ে ব্যাংক ড্রাফট দেখাতে পারেন তাহলে তো কন সমস্যা নেই। কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে দেখাতে গেলে আপনাকে প্রায় এক্সট্রা ৭০০০০ টাকা খরচ করতে হবে।
  • সার্টিফিকেট এটাস্ট্রেশনঃ সার্টিফিকেট এটাস্ট্রেশন করতে যাতায়াত খরচ সহ প্রায় ৬ হাজার টাকার মতো খরচ হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্সঃ পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আপনাকে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।
  • ভার্সিটি চয়েসঃ ভার্সিটি চয়েস করে আপনি যে ভার্সিটির ফরম তুলবেন তার জন্য আপনাকে বাংলা টাকায় ১০ হাজার টাকা খরচ করতে হবে।
  • সেমিস্টার ফিঃ আমি আগে বলছি সেমিস্টার ফি নির্ভর করে আপনার উপর। তাও আমি বলে দিচ্ছি আপনি যদি ৫০% স্কোলারসীপ পান তাহলে আপনাকে ৩,৫০,০০০ টাকা দিতে হবে আর যদি ৭০% স্কোলারসিপ পান তাহলে ২,০০,০০০ টাকা দিতে হবে।
  • ভিসাঃ ভিসা নেওয়ার জন্য আপনাকে ১০ হাজার টাকা খরচ করতে হবে।
  • প্লেনের টিকিটঃ প্লেনের টিকিট ইকোমি ক্লাস এর জন্য ৪০ থেকে ৪৫ হাজার টাকার মতো।

যদি সেমিস্টার ফি বাদে অন্যান্য টাকা হিসাব করি তাহলে দেখা যাবে ১,১০,০০০ টাকার মতো খরচ হবে কোরিয়া যেতে।

দক্ষিণ কোরিয়া বেতন কত

আপনি যদি দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে স্টুডেন্ট ভিসায় কোরিয়া যেতে চান তাহলে আপনার অবশ্যই যানা উচিত আপনি কোরিয়া যেতে মাসে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন। তার আগে যেনে নিন আপনি কোরিয়া যেয়ে কি কি কাজ করতে পারবেন।

আপনি স্টুডেন্ট ভিসায় কোরিয়া গেলে শুধু রেস্টুরেন্ট এ কাজ করার অনুমতি পাবেন। কিন্তু এই রস্টুরেন্ট এ কাজ করেই আপনি মাসে সর্বোনিম্ন ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার পার্ট টাইম।

কোরিয়ায় মূলত ঘন্টা হিসেবে টাকা দেয়। আপনি এক ঘন্টা কাজ করলে প্রায় ৮০০ টাকার মতো পাবেন। আর দিনে প্রায় ৬ ঘন্টা কাজ করলে আপনি প্রায় ৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

দক্ষিণ কোরিয়া থাকা খাওয়ার খরচ কত

দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে দক্ষিণ কোরিয়া যেয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এখন যেনে নিন আপনার থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হবে।

আপনি যদি কোরিয়ার রাজধানি সিউল এ থাকেন তাহলে আপনার প্রতি মাসে ৫০ হাজার টাকার মতো খরচ হবে। এই খরচে আপনি কিন্তু অনেক ভালো ভাবেই থাকতে পারবেন।

আচ্ছা আমরা একটা কাজ করি প্রতি মাসে হিসেব না করে প্রতি দিনের হিসেব করি। প্রতি দিন আপনি ইনকাম করবেন পার্ট টাইম জব করে ৫ হাজার টাকা। আরা আপনার প্রতিদিন ভালো ভাবে চলতে খরচ হবে ২ হাজার টাকার মতো। এর থেকেও কম হয় খরচ। আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি।

দক্ষিণ কোরিয়ায় কি নিজের সেমিস্টার ফি নিজেই দিতে পারবো

হ্যা! আপনি নিজেই সেমিস্টার ফি দিতে পারবেন। কারণ ইন্টারনেশোনাল স্টুডেন্ট দের জন্য সেমিস্টার ৪ মাসে আর ২ মাস থাকে ছুটি। আপনি এই ২ মাসে ফুল টাইম জব পেয়ে যাবেন কোরিয়ায়। আর এই ২ মাস ফুল টাইম জব করে আপনি বাংলা টাকায় প্রায় ৬ লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। আর আপনার সেমিস্টার ফি হয়তো দিতে হবে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা।

আর এছাড়াও এমি সময়ে যে ৪ মাস আপনি পার্ট টাইম জব করবেন তা থেকে ৫০ হাজার টাকা করে জমিয়ে রাখলেও আপনাকে আর কোন চিন্তা করতে হবে না সেমিস্টার ফি নিয়ে।

সর্বোশেষ, আশা করি দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ সালে কোরিয়া যেতে কি কি করতে হবে তা আপনাদের কাছে ক্লিয়ার। দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ নিয়ে যদি কোন প্রকারে প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো।

FAQ: দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫

Q1. বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত সময় লাগে

Ans: বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে প্রায় ২০ ঘন্টার মতো সময় লাগে। আবার অনেক সময় ১৫ ঘন্টায়ও চলে যায়।

Q2. বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার দূরত্ব

Ans: গুগোলের তথ্য অনুসারে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার দূরত্ব হলো ৩,৮২৭ কিলোমিটার।

Q3. দক্ষিণ কোরিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

Ans: দক্ষিণ কোরিয়া ১ টাকা বাংলাদেশের ০.০৮০ টাকার সমান। যদিও দক্ষিণ কোরিয়ার টাকার মান বাংলাদেশের টাকার মানের থেকে কম। কিন্তু কোরিয়ায় যে টাকা পার্টাইম জব করে ইনকাম করবেন তা বাংলাদেশে অনেক বেশি।

9 thoughts on “দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ । সম্পূর্ণ তথ্য।”

  1. সেমিস্টার ফি সম্পর্কে তো বললেন কিন্তু টিওশন ফি?

    Reply
    • এইখানে সেমিস্টার ফি বলতে প্রতি সেমিস্টার এর টিউশন ফি এর কথা ই বলছেন। কোরিয়া তে জার্মানির মতো কোনো সেমিস্টার ফি দেওয়া লাগে না।

      Reply
  2. স্টুডেন্ট ভিসা কি আপনারা প্রসেসিং করেন? আপনাদের অফিস কোথায়।

    Reply
  3. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ মোট কত পেলে দক্ষিণ কোরিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব

    Reply
  4. Assalamualaikum vaiya.
    Session ta niye akto problem a achi.
    Eta to July almost sesh, ekhon amar Kon session ta hbe

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম. আপনি ২০২৫ সালের মার্চ ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেক যেতে পারেন.

      Reply

Leave a Comment