প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে প্রায় প্রতিবছরি অনেক স্টুডেন্ট পড়ালেখা করার জন্য বাহির যায়। কিন্তু অনেকেই বাহিরে যাওয়া বা দেশ চুজ করার ক্ষেত্রে বরো ভূল করে বশে। তাই আমি আজকে স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা নিয়ে লিখবো।
এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়লে আপনারাও বড় কিছু ভূল করার হাত থেকে বেচে যাবেন। বাহিরে যেতে তো কম টাকা পয়সা খরচ হয় না এখন আপনি যদি বাহিরে যেয়ে টাকা ইনকাম করতে না পারেন এবং স্বাধীন ভাবে চলতে না পারেন। তাহলে আর বাহিরে যেয়ে কি লাভ।
তো চলুন বেশি কথা না বারিয়ে স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা নিয়ে আলোচনা করি। আবারো বলি সবাই একটু মনোযগ দিয়ে পোস্ট টি পড়েন।
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪
স্টুডেন্ট ভিসার জন্য কোনো দেশ সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই ৬ টি বিষয় মাথায় রাখতে হবে। কি এই ছয়টি বিষয় তা আমি একটু পড়েই বলছি। তার আগে আপনাকে আমি কিছু দেশের নাম লিখে দিচ্ছি। আমি নিচে যে সুবিধা বা কথা গুলো বলবো তা এই দেশগুলোর মধ্যে আছে।
কোনো কোনো দেশের ভিতর কিছু সুবিধা না থাকলে তা আমি বলে দিবো। চিন্তার কোন কারন নেই। সব কিছুই জানতে পারবেন আজকের এই আরটিকেলটিতে। তো চলুন জেনে নেই কোন কোন দেশের নাম আমি সাজেস্ট করবো।
১। কেনাডা
২। অস্ট্রেলিয়া
৩। নিউ জিলেন্ড
৪। জার্মানি
৫। ইউএসএ বা যুক্তরাষ্ট্র
৫। ইউকে বা যুক্তরাজ্য।
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা তো জেনেই গেলেন। এখন আমি লিখেছি বলেই যে ভালো সেরকম তো আর নয়। কেনো এই ৫ টি দেশ পড়াশুনার জন্য ভালো তা নিচে আলোচনা করছি। আমি এক এক করে ওই ৬ টি বিষয় নিচে আলোচনা করবো।
আরও পড়ূণঃ ই-পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪।
৬। কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় ।
আমি ডজন খানি ওয়েব সাইট ও অনেক গুলো স্টাটিস্টিক্স দেখে যা জানতে পেরেছি। তাতে দেখা যায় উপরে দেওয়া দেশগুলোতেই নাগরিকত্ব সহযে পাওয়া যায়। এর মধ্যে কেনাডা একটু বেশি ওভাররেটেড। আপনারা কেনাডা কে বাদ দিয়ে অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া নিয়ে একটু চিন্তা করতে পারেন।
কিন্তু একটা দেশ নিয়ে সবার একটু বেশি আগ্রহ সেটা হলো পর্তুগাল। পর্তুগালে খুব সহজেই নাগরিকত্ব পাওয়া যায়। আপনারা লিস্ট এর সাথে পর্তুগাল টিও এড করে নিতে পারেন।
আর যদি চায়নার কথা বলি তাহলে বলতে হয় এই দেশ মোটেও ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না। আপনি যদি এমন একটি দেশে থাকতে চান যেখানে আপনি স্বাধীন ভাবে থাকতে পারবেন তাহলে চায়নতে যাওয়া উচিত হবে না।
আরও পড়ূণঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো।
এখন অনেকেরি মনে প্রশ্ন যেগেছে স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা তো বললাম। কিন্তু এখানে জাপান নেই কেনো। আসলে কি জাপানে নাগরিকত্ব বা PR পাওয়া যায়। কিন্তু এটা অনেক বেশি কমপ্লিকেটেড। আর জাপানে আপনি নাগরিকত্ব পেলেও তাদের সাথে ওরকম ভাবে চলতে পারবেন না। জাপানে আপনি কখনোই জাপানিজ হতে পারবেন না।
আর এর সবথেকে বড় কারণ হলো আপনাকে দেখতে কখনোই জাপানের লোকেদের মতো লাগবে না।
৫। কোন দেশে স্বাধীন ভাবে থাকা যায় ।
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে এটা জানতে হলে আপনাকে জানতে হবে কোন দেশে স্বাধীন ভাবে থাকা যায়।
আপনি একটা দেশে যেয়ে যদি শান্তিতে না থাকতে পারেন তাহলে কেমন হবে। এজন্যই আমি এই টপিকটি আরটিকেল এর ভিতরে আনছি। স্বাধীন ভাবে থাকা বলতে আমি বুঝিয়েছি আপনি কোন দেশে গেলে সবার সাথে স্বাভাবিক ভাবে কথা বলতে পারবেন।
সবার সামনেই আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন। আপনাকে কেউ অন্য দেশের বলে হেয় করবে না কোন কাজে বাধা দিবে না। আপনি কোন চাকরি করলে সেখান থেকে আপনাকে কম বেতন দেওয়া হবে না।
এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেনো এতো গুরত্বপূর্ন এই টপিকটি। এখন অনেকেরি মনে প্রশ্ন কোন কোন দেশ ফ্রিডম এর দিক দিয়ে ভালো। এটা দেখার জন্য আমি আপনাদের কে একটি মেপ এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে যে মেপ আছে সেখান থেকেই আপনি খুব সহযেই জানতে পারবেন কোন দেশে কোত শতাংশ ফ্রিডম রয়েছে। Freedom House.
৪। কোন দেশে পড়ালেখার মান ভালো
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে এটা জানার জন্য কোন দেশে পড়ালেখার মান ভালো এটা জানা খুবি গূরত্বপূর্ণ।
Us ranking 2024 এর তথ্য অনুযায়ী দেখা যায় তাদের তালিকায় ৮০ টি দেশ রয়েছে। কিন্তু খুবি দুঃখের সাথে বলতে হচ্ছে ৮০ নাম্বার দেশটি হলো বাংলাদেশ। বিশ্বাস না হলো ওয়েবসাইটিতে যেয়ে দেখতে পারেন।
আমি প্রথম ১০ টি দেশের নাম নিচে লিখে দিচ্ছি। এই ৯ টি দেশের পড়ালেখার মান অনেক ভালো।
১। যুক্তরাষ্ট্র (আমেরিকা)
২। যুক্তরায্য (ব্রিটিস)
৩। জার্মানি
৪। কানাডা
৫। ফ্রান্স
৬। সুইজারলেন্ড
৭। জাপান
৮। আস্ট্রেলিয়া
৯। নেদারলেন্ড।
এই ৯ টি দেশেই পড়ালেখার মান অনেক বেশি ভালো। হয়তো বা কিছু কিছু দেশে অন্যান্য ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তাই স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে এই পোস্ট টি পড়ে ভালো ভাবে চিন্তা করে দেখুন।
৩। কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় ।
ইতিমধ্যে হয়তো কিছুটা ধারনা পেয়ে গেছেন স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে। এখন বলি কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় এটা নিয়ে। কারণ পড়ালেখার ক্ষত্রে টিউশোন ফিস টা অনেক গূরত্বপূর্ণ। তাই ভালো স্কোলারসিপ পেলে খরচ টা অনেক কমে যায়।
জার্মানি ঃ জার্মানি আপনাকে Undergraduate এবং Graduate কোর্স এর জন্য স্কোলারসিপ দিবে। এই স্কোলারসিপ এ আপনি টিউশোন ফি এবং আপনার লিভিং খরচও উঠাতে পারবেন।
ফ্রান্স ঃ ফ্রান্স এ অনেক ধরনের স্কোলারসিপ রয়েছে। যেটা ফ্রান্স সরকার এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াঃ এই দেশগুলো শুধু সরকারি ভাবে স্কোলারসিপ দেয় ইন্টারনেশোনাল স্টুডেন্ট দের জন্য। কিন্তু এই স্কোলারসিপ পেলে অনেক কম টিউশোন ফি দিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন।
নোরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রিয়া এবং আইসলেন্ডঃ এই দেশগুলো ফুল ফ্রে অথবা একদমি কম খরচে পড়ালেখার জন্য স্কোলারসিপ দিয়ে থাকে। এই স্কোলারসিপ শুধু ইন্টারনেশ্যনাল স্টুডেন্টদের জন্য।
সিঙ্গাপুর ঃ ইন্টারনেশ্যনাল স্টুডেন্ট দের জন্য সিঙ্গাপুর একটি গ্রাজুয়েট স্কোলারসিপ দিয়ে থাকে। যেটা আপনি আপনার পিএইসডি শেষ না হওয়া পর্যন্তও পাবেন।
নিউজিল্যান্ড ঃ নিউজিল্যান্ড অনেক ধরনের স্কোলারসিপ দিয়ে থাকে। ১। নিউজিল্যান্ড পেশিফিক স্কোলারসিপ ২। নিউজিল্যান্ড ডেভোলপমেন্ট স্কোলারসিপ ৩। নিউজিল্যান্ড এসিয়ান স্কোলারসিপ ও ৪। নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কোলারসিপ।
এই ছিলো স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা বুঝার জন্য ৩য় ধাপ।
২। বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরির সুজগ রয়েছে কোন দেশে ।
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা আরো ভালো ভাবে জানতে হলে এই হেডিং এর তথ্য গুলো জানা খুবি জরুরি।
অনেকেই আছে যারা বাহিরে স্কোলারসিপ নিয়ে পড়তে যেয়ে নিজের খরচ নিজে এবং টিউশোন ফি টাও নিজেই দিতে চায়। তাদের জন্য এই টপিকটি অনেক বেশি গূরত্বপূর্ণ। বিদেশে পড়ালেখার পাশাপাশি আপনি পার্টটাইম অনেক ধরনের চাকরি পেয়ে যাবেন। যেখানে আপনি ৫ থেকে ৬ ঘন্টা কাজ করলেই সব খরচ চালাতে পারবেন।
আমি উপরে যে দেশগুলোর নাম লিখে দিয়েছি তার প্রত্যেকটি দেশেই আপনি চাকরি পেয়ে যাবেন। সেটা পড়ালেখার পাশাপাশি হোক কিংবা পড়ালেখা শেষ করে হোক।
কিন্তু আমি নতুন একটি দেশ নিয়ে কথা বলবো এখন। আর সেই দেশটি হলো দক্ষিন কোরিয়া। দক্ষিন কোরিয়ার টিউশোন ফি এবং থাকা খাওয়ার খরচ অনেকটাই কম। কিন্তু এখানে আপনি পার্ট টাইম চাকরি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি দক্ষিন কোরিয়া থেকে প্রায় মাসে সর্বনিম্ন ১,৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। দক্ষিন কোরিয়া নিয়ে আমার একটি পোস্ট লিখা আছে সেটা পরে আসলেই সব কিছু ক্লিয়ার বুঝে যাবেন।
আরও পড়ূণঃ দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা ২০২৫ । সম্পূর্ণ তথ্য।
১। কোন কোন দেশে ইংরেজি ভাষা বেশি প্রচলিত ।
স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে তা সিলেক্ট করার আগে এটা জেনে নিন। কোন কোন দেশে ইংরেজি ভাষা বেশি প্রচলিত। এই টপিকটি এখানে আনার কারন হলো আপনি অন্য কোন দেশে যেয়ে যদি আপনি কোথাই না বলতে পারেন তাহলে কিভাবে পড়াশুনা করবেন।
ভাষার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। যেসব দেশ ইংরেজি ভাষাভাষি খুবি কম সেসব দেশে আপনার সব ক্ষেত্রে ঝামেলা হবে। পার্টাইম জব থেকে শুরু করে ফুল টাইম জব সব কিছুর ক্ষেত্রেই আপনি ঝামেলায় পড়বেন।
ইংরেজি ভাষাভাষি লোকের সংখ্যা যেসব দেশে বেশি তার একটা লিস্ট দিচ্চি আমিঃ
১। যুক্তরাষ্ট্র (আমেরিকা)
২। যুক্তরায্য (ব্রিটিস)
৩। জার্মানি
৪। কানাডা
৫। ফ্রান্স
৬। সুইজারলেন্ড
৭। আস্ট্রেলিয়া
৮। নেদারলেন্ড।
এই ৮ টি দেশ আপনার চয়েজ এর মধ্যে রাখতে পারেন এখান কার সবাই ইংরেজিতে কথা বলতে সাছ্যন্দবোধ করে।
সর্বোশেষ, আশা করি এতোক্ষনে আপনি কোন দেশে যাবেন তা সিলেক্ট করে ফেলেছেন। আমি সম্পূর্ণ বিস্তারিত বলেছি কোন দেশে যাবেন পড়ালেখার জন্য। যদি স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ সালে এই পোস্ট টি নিয়ে কোন প্রকারে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো।
FAQ: স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ ভালো ২০২৪ ।
কোন দেশে স্টুডেন্ট ভিসা সফলতার হার সবচেয়ে বেশি?
জার্মানিতে স্টুডেন্ট ভিসার সফলতার হার সবচেয়ে বেশি। জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করলে প্রায় ৯০% সম্ভবনা থাকে স্টুডেন্ট ভিসা দিয়ে দেওয়ার।
স্টুডেন্ট ভিসার মেয়াদ কত দিন?
সাধারনত স্টুডেন্ট ভিসার মেয়াদ ১২ মাসের মতো হয়। কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো যায়। পাসপোর্ট ও অভিবাসন অধিতপ্তর থেকে ভিসার মেয়াদ কোর্সের মেয়াদ পর্যন্ত বাড়িয়ে নিতে হবে।
ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ?
জার্মানিতে স্টুডেন্ট ভিসা পাওয়া অনেকটাই সহজ। আপনি খুব সহজেই জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন।